Bihar: মন্দিরে চাঁদা না দেওয়ায় পূণ্যার্থীদের পাথর দিয়ে আঘাত

অক্ষত অবস্থায় মন্দির (Temple) থেকে বাড়ি ফিরতে পারলেন না কিছু পূণ্যার্থী। কারণ কিছু উত্তেজিত জনতা বা ‘মব’-(Mob) এর ছোঁড়া পাথরে তাঁরা আহত। ঘটনাটি ঘটেছে বিহারে।…

অক্ষত অবস্থায় মন্দির (Temple) থেকে বাড়ি ফিরতে পারলেন না কিছু পূণ্যার্থী। কারণ কিছু উত্তেজিত জনতা বা ‘মব’-(Mob) এর ছোঁড়া পাথরে তাঁরা আহত। ঘটনাটি ঘটেছে বিহারে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

পিরোর সাবডিভিশনাল পুলিশ অফিসার রাহুল সিং সংবাদ মাধ্যমে বলেছেন যে প্রায় ৬০ জন পূণ্যার্থী বিহার (Bihar) থেকে ফিরছিলেন পাঞ্জাবের মোহালিতে। পাটনা সাহিবের তখত শ্রী হরিমন্দির জি-তে তাঁরা এসেছিলেন। নির্বিঘ্নেই করেছিলেন দর্শন। বিপত্তি বাড়ি ফেরার সময়।

ধ্যানি টোলার কাছে পূণ্যর্থীদের গাড়ি থামিয়ে দিয়েছিলেন কিছু মানুষ। চাঁদার দাবি। মন্দির সংস্কার এবং প্রণামী বাবদ কিন্তু অনুদানের কথা বলেছিলেন। কিন্তু পূণ্যার্থীদের গাড়ি চালক জানিয়ে দেন, তাঁরা কোনো সাহায্য করতে পারবেন না। ড্রাইভারের এই কথা শোনার পরেই মেজাজ হারাতে শুরু করে জমায়েত করা লোকজন। বাড়তে থাকে উত্তেজনা। চালকের সমর্থনে এগিয়ে আসেন মোহালি থেকে আসা পূণ্যার্থীরাও।

শুরু হয় ধ্বস্তাধস্তি। পূণ্যার্থীদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। জনা ছয় ব্যক্তি তার ফলে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে যে চারপোখরি হাসপাতালে পাবলিক হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছিল। আহতরা এখন সুস্থ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর।