Weather Today: নতুন বছরের প্রথম দিন। দার্জিলিং-এ এদিন থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এ হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া বাকি রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচটি জেলায় ৪ জানুয়ারি নাগাদ হালকা বৃষ্টি হতে পারে।
সকালে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডা দিয়ে শুরু হয়েছে দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের কিছু অংশে। আবহাওয়া দফতরের তরফে এইসব জায়গায় ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া দফতরের তরফে পয়লা জানুয়ারি রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশে কুয়াশা ও হাড়-কাঁপানো ঠান্ডার কারণে কমলা সতর্কতা জারি করেছে। এইসব রাজ্যগুলিতে তীব্র শীতের কারণে মানুষ স্বস্তি পাচ্ছে না।
আবহাওয়া দফতর ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, উত্তর প্রদেশের কিছু অংশে ২ জানুয়ারি সকাল পর্যন্ত তীব্র কুয়াশা থাকবে। এই সময় দৃশ্যমানতা ৫০ মিটারের কম হতে পারে। এছাড়া আগামী দু-তিন দিন রাজ্যের আরও কিছু অংশে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এদিন ঘন কুয়াশা রয়েছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। এছাড়া মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয় ও নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় এদিন ও ২ জানুয়ারি ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানে তাপমাত্রা থাকবে ছয় থেকে নয় ডিগ্রির মধ্যে। অন্যদিকে দিল্লি, দক্ষিণ রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশে তাপমাত্রা থাকবে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাঞ্জাবে ঠান্ডার দিনের পরিস্থিতি চলবে ২ থেকে ৫ জানুয়ারি। হরিয়ানায় ১ থেকে ৫ জানুয়ারি। উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু অংশে এই পরিস্থিতি তৈরি হয়েছে।