Weather: রিমঝিম বৃষ্টি শুরু উত্তরে, তাপপ্রবাহ খলনায়ক দক্ষিণে

Weather: কেরলের মাটি স্পর্শ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর বর্ষা ঢুকল দেশে। আবহবিদরা জানিয়েছেন, রবিবার নাগাদ উত্তরবঙ্গ হয়ে বাংলায় বর্ষার পৌঁছনোর…

Weather: কেরলের মাটি স্পর্শ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর বর্ষা ঢুকল দেশে। আবহবিদরা জানিয়েছেন, রবিবার নাগাদ উত্তরবঙ্গ হয়ে বাংলায় বর্ষার পৌঁছনোর কথা। তারপর আসবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু রবিবার থেকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে সিকিমেও।

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। কলকাতা হাওড়া হুগলি সহ উপকূলের জেলাগুলিতে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শনিবার পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। প্রবাহ থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৭৫ শতাংশের আশেপাশে।