তীব্র গরমে নাজেহাল অবস্থা (WB Weather Update) কলকাতা সহ দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের বর্ষার দাপট দেখা গেলেও এখনও তা থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ। শহর কলকাতাতেও গরম ক্রমেই বাড়ছে। কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে ? আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে সবাই। এরই মধ্যে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ হতে পারে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও। হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও গরম ভালোই থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও সামগ্রিক পরিস্থিতি অস্বস্তিকর থাকবে।
আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল? জেনে নিন রেট
সপ্তাহান্তে, অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ও হবে। সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, তিন-চারদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৯-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনভর অস্বস্তিকর পরিবেশ থাকবে।
বাংলায় চাপা বার্ড-ফ্লু আতঙ্ক! খাবেন মুরগির মাংস-ডিম? জানুন স্বাস্থ দফতরের ঘোষণা
আরও চার-পাঁচ দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। আজ উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ধস নামতে পারে পার্বত্য এলাকায়।