Weather Today: তেড়ে আসছে শীত, কবে থেকে?

Weather Today: জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কতদিন থাকবে, তা নিয়ে কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। আপাতত আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে…

bengal-winter

Weather Today: জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কতদিন থাকবে, তা নিয়ে কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। আপাতত আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে তার পরে ধীরে ধীরে পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে পূর্বাভাস। এই সময়ে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ঘন আবার কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বুধবারও এই পরিস্থিতি ছিল সমগ্র উত্তরবঙ্গের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ৮ই  জানুয়ারি থেকে উত্তরবঙ্গে এবং ১০ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শীত বাড়তে পারে।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী দু’দিনে ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এদিন ও শুক্রবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এ প্রথম ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত দার্জিলিং-এ এই আবহাওয়া থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার উল্লিখিত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন ও শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা থাকতে পারে।