Cooch Behar: অ্যাম্বুল্যান্সের ভিতর কফিনে প্রায় ৬৪ কেজি গাঁজা! ৪ জনকে গ্রেফতার করল STF

মঙ্গলবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা ছিল অ্যাম্বুল্যান্সের ভিতর কফিনে। অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা কফিন।উপরে সাদা কাপড়ে মোড়া।পরানো সাদা…

মঙ্গলবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা ছিল অ্যাম্বুল্যান্সের ভিতর কফিনে।

অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা কফিন।উপরে সাদা কাপড়ে মোড়া।পরানো সাদা ফুলের মালা অ্যাম্বুলেন্সের ভেতরে বসে আছেন লোকজন।প্রথমে দেখে যে কেউ ভাববেন হয়তো মারা গিয়েছে কেউ।কফিনে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

   

কিন্তু সেই কফিন খোলার পর দেখা গেল দেহ তো নেই।বরং সেই কফিনে পাওয়া গেল গাঁজা।ভেবেছেন বুদ্ধি কতোটা?অ্যাম্বুল্যান্স নিয়ে কফিনে গাঁজার প্যাকেট রেখে তা পাচার করা হচ্ছিল।কিন্তু ওই যে কথায় আছে পুলিশকে ফাঁকি দেওয়া অতো সহজ নয়।সেটাই হল, এতো বুদ্ধি বের করেও শেষে ধরা পড়তে হল।

Advertisements

মঙ্গলবার আমবাড়ি ক্যানেল রোডের কাছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)অ্যাম্বুল্যান্সটিকে ধরে।সেই অ্যাম্বুল্যান্সের দরজা খুলতেই কফিন দেখতে পায় পুলিশ।এরপরই সেখান থেকে প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার হয়।গ্রেফতার করা হয় ৪ জনকে।ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে।ধৃতরা হল সমীর দাস(২৮),অপূর্ব দে(৫৪), পাপ্পু মোদক(৩১) এবং সরস্বতী দাস(৩৪)।তারা সকলেই কোচবিহারের বাসিন্দা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News