Deer Horns: দুটি হরিণের শিং সহ যুবক গ্রেফতার

দুটি হরিণের শিং সহ যুবককে গ্রেফতার করলো বনবিভাগের সুকনা স্কোয়াড ১। হরিণের শিং নিয়ে বাজারে ঘুরছিল যুবক।খবর পেতেই অভিযান চালালো বনদপ্তর।ধৃতের নাম রাকেশ বারাইক(২৫)। জানা…

দুটি হরিণের শিং সহ যুবককে গ্রেফতার করলো বনবিভাগের সুকনা স্কোয়াড ১। হরিণের শিং নিয়ে বাজারে ঘুরছিল যুবক।খবর পেতেই অভিযান চালালো বনদপ্তর।ধৃতের নাম রাকেশ বারাইক(২৫)।

জানা গিয়েছে, সোমবার রাতে বনদপ্তরের সুকনা স্কোয়াডের রেঞ্জার দীপক রসাইলি গোপন সূত্রে খবর পান যে এক যুবক হরিণের শিং নিয়ে মিলনমোড় বাজার এলাকায় ঘোরাঘুরি করছে।এরপরই তাঁর টিমকে নিয়ে মিলনমোড় বাজার এলাকায় অভিযান চালান রেঞ্জার।সেখানে প্রথমে যুবককে সন্দেহের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপরই দুটি হরিণের শিং উদ্ধার করে সুকনা স্কোয়াডের বনকর্মীরা।যুবককে অ্যানিমেল অ্যাক্টের (Animal Act) আওতায় গ্রেফতার করা হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

সুকনা স্কোয়াড সূত্রে খবর, গতকাল যুবক হরিণের শিং নিয়ে বাজারে ঘোরাফেরা করছিল।এই যুবক বন্যপ্রাণীর মৃতদেহ পাচার চক্রের সঙ্গে জড়িত।কিছুদিন আগে হরিণ শিকার করার পর সেই হরিণের শিংই বিক্রি করার পরিকল্পনা করেছিল যুবক।

এই বিষয়ে সুকনা স্কোয়াড ১ এর রেঞ্জার দীপক রসাইলি বলেন, গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে।অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে সুকনা স্কোয়াড।