পদ্মের লিডে পুর-পরিষেবায় কোপ!

ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি (BJP)। প্রতিশোধে বন্ধ পুর-পরিষেবা। এতেই জল কষ্টে (Water Crisis) স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলে তরজা তুঙ্গে। আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে জল কষ্ট। ভোটে বিজেপি লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মানতে নারাজ আসানসোলের মেয়র।

চব্বিশের ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় ১০৬টি ওয়ার্ড-এর মধ্যে ৭৩টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুর-পরিষেবায় ব্যাঘাত ঘটছে।

   

পাইপ লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার। কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিক মতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন ৬৬ নম্বর,১০৩ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা ইতিমধ্যে ৬৬ নম্বর ওয়ার্ডের দামাগডিয়া এলাকায় পানীয়জলের দাবিতে পথ অবরোধও করেন স্থানীয়রা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন