‘আপনারা ভোট দিতে আসুন…’ পুলিশের মাইকিং শুনে ভোটারদের কটাক্ষ ‘নাটক’

পুলিশ ডাকছে ভোট দিতে। মাইকিং চলছে, আপনার ভোট দিতে আসুন। ডাকছে পুলিশ। কেউ দিচ্ছেনা সাড়া।পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি। হাত জোড় করে অফিসার বলছেন আসুন ভোট…

police panchayat 'আপনারা ভোট দিতে আসুন...' পুলিশের মাইকিং শুনে ভোটারদের কটাক্ষ 'নাটক'

পুলিশ ডাকছে ভোট দিতে। মাইকিং চলছে, আপনার ভোট দিতে আসুন। ডাকছে পুলিশ। কেউ দিচ্ছেনা সাড়া।পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি। হাত জোড় করে অফিসার বলছেন আসুন ভোট দিতে। কেউ কেউ উঁকি দিয়ে বললেন, শনিবার কোথায় ছিলেন? অপ্রস্তুত অফিসার বলছেন আজ আসুন আপনারা। আমরা আছি। উড়ে এলো কটাক্ষ ‘সব নাটকবাজি’। শনিবার পঞ্চায়েত ভোটের দিন যে রাজনৈতিক সন্ত্রাস ছিল মুর্শিদাবাদে। তাতে পুলিশ ছিল অসহায়।  সোমবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই জেলায় চলছে শতাধিক আসনে পুনর্নির্বাচন। পুলিশ ডাকছে ভোট দিতে আসুন!

আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ। জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট!

   

সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও আছে। তাদের হাতে মেশিনগান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা। তাদের হাতে আছে বোমা,পাইপগান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই।

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উৎ-শব! ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট। মুর্শিদাবাদে সর্বাধিক মৃত্যু হয়। রবিবারও একাধিক জেলায় ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে। রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার যতগুলি জেলায় পুনর্নির্বাচন হবে তার মধ্যে সর্বাধিক আসন এই জেলাতেই।

রবিবার রাতে জরুরি ভিত্তিতে দিল্লি গেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার একাধিক বৈঠক করতে পারেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন। পঞ্চায়েত রিপোর্ট পেশ করতে প্রস্তুত রাজ্যপাল। তবে কি কেন্দ্র বড় কোনও নিতে চলেছে?

রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে। তবে পুনর্নির্বাচন তালিকায় নেই রক্তাক্ত কোচবিহার। এক নজরে পুনর্নির্বাচন আসন ভিত্তিক জেলাগুলি:

মুর্শিদাবাদ ১৭৫
মালদহ ১১২
নদিয়া ৮৯
উত্তর ২৪ পরগনা ৪৬
দক্ষিণ ২৪ পরগনা ৩৬
পূর্ব মেদিনীপুর ৩১
হুগলি ২৯
দক্ষিণ দিনাজপুর ১৮
জলপাইগুড়ি ১৪
বীরভূম ১৪
পশ্চিম মেদিনীপুর ১০
বাঁকুড়া ৮
হাওড়া ৮
পশ্চিম বর্ধমান ৬
পুরুলিয়া ৪
পূর্ব বর্ধমান ৩
আলিপুরদুয়ার ১