Amit Shah to Visit West Bengal: মাস ঘুরতেই ৩৫ এর টার্গেট নিয়ে বঙ্গে হাজির শাহ

মমতা ও শুভেন্দুর বাকযুদ্ধের মধ্যে জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নাম। তাঁকে নিয়ে বেড়েছে বঙ্গ রাজনীতির উত্তাপ। ইস্তফা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

Union Home Minister Amit Shah

মমতা ও শুভেন্দুর বাকযুদ্ধের মধ্যে জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নাম। তাঁকে নিয়ে বেড়েছে বঙ্গ রাজনীতির উত্তাপ। ইস্তফা চেয়েছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে ফের শাহের বঙ্গ সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী মাসেই ফের বাংলায় আসছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, আগামী ৮ তারিখ পশ্চিমবঙ্গে আসছেন শাহ৷ ওই দিন মুর্শিদাবাদ এববগ নদিয়া জেলা সংগঠনকে নিয়ে বিরাট সভা ও সমাবেশ করবেন৷ এরপর ৯ তারিখ কলকাতায় উপস্থিত হবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি৷ চলতি মাসেই শাহের বঙ্গ সফরের পর আবার সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

রাজনৈতিক মহলের ধারণা, ১৯ এর নির্বাচনের আগে ঠিক এভাবেই বাংলার সংগঠনে বিশেষ জোর দিয়েছিলেন শাহ। তারই বিশেষ পরিচালনায় ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে অবশ্য বদলে যায় সেই ছবি। কিন্তু এত সহজে হাল ছাড়তে নারাজ শাহ। ৩৫ টি আসন আগামী লোকসভায় টার্গেট করেছে বিজেপি। তাই এবার থেকে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের বঙ্গ সফর বাড়ল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।