বিস্ফোরক উদয়ন: যোগ্যদের বঞ্চিত করে ডাক্তারি পড়ানোর সুযোগ দিয়েছিলেন জ্যোতি বসু

বিস্ফোরক অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ম মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু (Jyoti Basu, former Chief Minister of West Bengal) নিজের ক্ষমতাবলে ডাক্তারি পড়ানোর জন্য যোগ্যদের বঞ্চিত করেছিলেন।

Udayan Guha pictured with a portrait of Jyoti Basu in the background

বিস্ফোরক অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ম মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু (Jyoti Basu, former Chief Minister of West Bengal) নিজের ক্ষমতাবলে ডাক্তারি পড়ানোর জন্য যোগ্যদের বঞ্চিত করেছিলেন। প্রয়াত জ্যোতি বসুকে নিয়ে এমন অভিযোগে রাজ্য সরগরম। উদয়ন গুহর পিতা কমল গুহ ছিলেন জ্যোতি বসুর মন্ত্রিসভার কৃষি মন্ত্রী। অবশ্য এর আগে প্রয়াত পিতাকেও নিয়েও সুপারিশে চাকরি দেওয়ার মতো চাঞ্চল্যকর দাবি করেছেন উদয়ন। এবার তাঁর নিশানায় বাম জমানার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তুমুল চর্চা। দুর্নীতির অভিযোগে শাসকদল তৃ়ণমূল কংগ্রেসের একের পর এক নেতা মন্ত্রীর নাম জড়াচ্ছে। পাল্টা যুক্তি দিতে নেমে বাম আমলের কথা তুলে ধরছেন শাসক দল তৃণমূলের নেতারা। এরই মধ্যে জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর। তিনি আগে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকে ছিলেন। পরে দলত্যাগ করে তৃ়ণমূলে আসেন। কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

   

মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল ডাক্তারিতে ১০টি ও ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি। যোগ্যদের বঞ্চিত করে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কোচবিহারের দিনহাটার সিপিআইএম নেতা মানিক দত্তর পুত্রকে ডাক্তারি পড়ানোর ব্যবস্খা করেছিলেন। উদয়ন গুহর অভিযোগ, ওই ব্যক্তি সেকেন্ড ডিভিশনে পাস করে ডাক্তার হয়েছেন। তিনি ডাক্তারি পাশ করেছেন জ্যোতিবাবুর কোটায়।

বাম আমলে চাকরি দুর্নীতির অভিযোগ তুলেছেন উদয়ন গুহ। বলেছেন, আমার বাবার সামনে বসে তালিকা তৈরি হত। সেই তালিকাকে এনডোর্স করে দিত বাবা।’ তিনি আরও বলেন, ‘সেই তালিকায় যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ দেওয়া হত। তবে বাবা এক টাকা কারোর কাছে নেননি।
উদয়ন গুহর এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সিপিআইএম। বাম অভিযোগ, তৃণমূল দলটাই দুর্নীতিতে ডুবে রয়েছে। ইডি-সিবিআই যেখানে হানা দিচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এখন জ্যোতিবাবুর মত মহান জননেতাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। শুধু বাংলা নয়, গোটা ভারতের মানুষ জ্যোতিবাবুকে শ্রদ্ধা করেন। তাই কোন চুনোপুঁটি কী মন্তব্য করলেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।