Malda: কে স্বামী কেই বা স্ত্রী! দুই তরুণীর বিয়ের পর প্রশ্ন এবার কী হবে?

ভালবাসাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন মালদার দুই তরুণী। মন্দিরে গিয়ে বিয়ে করলেন তারা। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাস। পপি মণ্ডল বিয়ে করলেন প্রতিমা বিশ্বাসকে।

কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করলেন। কালীমন্দির অবস্থিত মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টাতে। দুই মহিলার বিয়েতে সাক্ষী থাকলেন গোটা গ্রাম এবং আশপাশের মানুষজন।

   

জানা যাচ্ছে, পপির বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। মোবাইলের মাধ্যমেই বছর খানেক ধরে পপি ও প্রতিমার আলাপ। প্রথমে কথা দিয়ে শুরু হয় ফের ভালবাসা। আসতে আসতে সারাজীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত।

বুধবার রাতে মালদহ ইংরেজবাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে দুই মহিলার বিয়ের খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এই সম্পর্ক মানতে না পারায় বিয়েতে ছিলেন না পপি বা প্রতিমার বাড়ির কেউ। প্রথমে দুজনের বাড়িতে অনেক বোঝানোর চেষ্টা করেন তারা। তবে তাতে সফল হননি। এরপর তারা প্রায় একপ্রকার পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে কালী মন্দিরে বিয়ে করেন।

সংবাদমাধ্যমকে পপি জানিয়েছেন সামাজিক সমালোচনার ভয় তাঁরা করেন না। “পড়াশোনা করেছি। পৃথিবীতে কাজের অভাব হবে না। আমরা ঠিক কোনও না কোনওভাবে চালিয়ে নেব।”

অপর দিকে প্রতিমা জানান, “ভালোবাসার জয় হয়েছে। আমরা অনেক করে বাড়িতে বুঝিয়েছিলাম। আমাদের কোনও কথাই শোনেনি।“

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন