Farakka Barrage: ফরাক্কা ব্যারাজে ট্রাকে আগুন, বন্ধ ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল

সাতসকালে পণ্যবাহী ট্রাকে আগুন। বড়সড় দুর্ঘটনা ফরাক্কায় (Farakka Barrage)। আজ, বুধবার সকালে ফরাক্কা ব্যারাজের ৪৮ নম্বর গেটের কাছে একটি ট্রাকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন…

Fire-Farakka

সাতসকালে পণ্যবাহী ট্রাকে আগুন। বড়সড় দুর্ঘটনা ফরাক্কায় (Farakka Barrage)। আজ, বুধবার সকালে ফরাক্কা ব্যারাজের ৪৮ নম্বর গেটের কাছে একটি ট্রাকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ৩৪ নম্বর (এখন ১২ নম্বর) জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। দমকলের পাঁচটি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রাকটিকে বাঁচানো যায়নি। পুড়ে ছাই হয়ে গিয়েছে সেটি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গাড়িতে ব্যাপক পরিমাণ দাহ্যবস্তু ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী পণ্য ছিল ট্রাকে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে মালদহের দিকে যচ্ছিল পণ্য বোঝাই ট্রাকটি। ফরাক্কা ব্যারাজের উপর আচমকাই ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকের সামনে পিছনে বহু গাড়ি ছিল। সেই গাড়ির চালক-আরোহীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করে গাড়িগুলি। এরই মধ্যে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে। সড়কের গাড়ির জটলা থাকায় দমকলকে সেখানে পৌঁছতে বেগ পেতে হয়। 

দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর অবশ্য জাতীয় সড়কের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আপাতত ব্যারাজের ওপর দিয়ে ধীর গতিতে গাড়ি চলছে। আগুন লাগার কারণে ট্রেন পরিষেবাও বিপর্যন্ত হয়। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক বলে রেল সূত্রে জানা গিয়েছে।