মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু

প্রচণ্ড তাপপ্রবাহে বাংলায় ফোন তরজা যেন আরও গরম হচ্ছে৷ সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছিলেন দলের সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পায়ে ধরেছিলেন।

Subhendu Adhikari challenges Mamata Banerjee to file a case

প্রচণ্ড তাপপ্রবাহে বাংলায় ফোন তরজা যেন আরও গরম হচ্ছে৷ সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছিলেন দলের সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পায়ে ধরেছিলেন।

তাঁর এই মন্তব্যের পরেই বুধবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ১৬ আনার মধ্যে ১৮ আনা মিথ্যে কথা বলছে। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উত্তরের জবাব আজ দেবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মামলা করুন। জানালেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলন করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আপনার নির্দেশে আপনার এক কর্মচারী গতকাল সন্ধ্যেবেলায় আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি উত্তর দিয়ে দেবো আগামীকাল। আমার স্যোশাল মিডিয়ার হ্যান্ডেল থেকে পোস্ট করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিরুদ্ধে কেস করুন। এর নিষ্পত্তি আদালতে হোক। আপনার বিরুদ্ধেও আমি কেস করব। আপনি বলেছেন, অমিত শাহ নিজে দাঙ্গা লাগানোর কতাহ বলেছেন। আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুণ্ডা বলেছেন, এটাও আপনাকে প্রমাণ করতে হবে।

আপনার ফোন ডিটেইলস এবং কল ডিটেইলস এগুলো জনসমক্ষে আনা যায় না। আমি আনতেও চাই না। আমাকে আরটিআই আইনের মধ্যে পড়ে, টেলিগ্রাম আইনের ৮ নম্বর ধারা, তাতে কিছু শর্তাবলী রয়েছে। আদালতের নির্দেশ ছাড়া তা প্রকাশ্যে আনা যায় না। আমি চাই আপনিও মামলা করুন। আপনি মামলা করলে ভারত সরকারের যে ট্রাই রয়েছে, তাঁকেও পার্টি করব। মার্চ থেকে এপ্রিল মাস অবধি আপনার দুটো ল্যান্ড ফোনের রেকর্ড তাঁরা দিতে বাধ্য হবে। তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। আই অ্যাকসেপ্ট ইয়োড় চ্যালেঞ্জ, প্লিজ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ অলসো। আপনার যে কদর্য ভাষা, তার উত্তর মানুষ দেবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুভেন্দুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পরেই তৃণমূলের তরফে একটি চিঠি শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের তরফে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, দ্রুত নিজের মন্তব্য প্রত্যাহার না করে নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুভেন্দু অবশ্য মন্তব্য প্রত্যাহার করেননি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করুন। চাইলেন বিরোধী দলনেতা।