নবদ্বীপে গাঁজা পাচারের সময় ট্রাক বাজেয়াপ্ত

ভিন রাজ্য থেকে গাঁজা আমদানি করা হচ্ছিল বস্তা বস্তা। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে ব্যবস্থা ছিল অভিনব। কিন্তু শেষ রক্ষা হল না। বরং বস্তা বস্তা…

Nabadwip ps

ভিন রাজ্য থেকে গাঁজা আমদানি করা হচ্ছিল বস্তা বস্তা। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে ব্যবস্থা ছিল অভিনব। কিন্তু শেষ রক্ষা হল না। বরং বস্তা বস্তা গাঁজা সমেত ধরা পড়ল ছ’জন।

জানা গিয়েছে, ওড়িশা থেকে নবদ্বীপে হচ্ছিল গাঁজা পাচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাছ তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনে ডালা চাপা দেওয়া অবস্থায় দেখা যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

লোহার ব্লকে ভাগ করা ছিল সাদা বস্তা৷ বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ এসটিএফ কর্তাদের। দেখা যায় প্লট করে করে লোহার ব্লকে পাচার হচ্ছে ২২ বস্তা গাঁজা। প্রায় সাড়ে তিনশো কেজি গাঁজা এদিন এসটিএফ কর্তারা বাজেয়াপ্ত করেন৷

ওড়িশার জলেশ্বর থেকে ট্রাকটি নবদ্বীপ যাচ্ছিল। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা। বুধবার সকালে অভিযুক্ত ৬ জনকে দুর্গাপুরের কোকওভেন থানা থেকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়। STF কর্তারা খতিয়ে দেখছেন বড় কোনও চক্র এর সঙ্গে জড়িত রয়েছে কি না।