বিধায়ককে আয়কর নোটিশ পাঠানোয় মেদিনীপুরের কলেজে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের

কাঁথি: পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক’কে আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপির দলদাসে অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর একাধিক কলেজের…

কাঁথি: পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক’কে আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপির দলদাসে অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর একাধিক কলেজের ধিক্কার ও প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। নোটিশ পাওয়ার আগে বিজেপি নেতাদের কাছে চলে যাচ্ছে, এমন অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক কলেজে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদ।

মঙ্গলবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়, কাঁথি প্রভাত কুমার কলেজ, খেজুরি কলেজ সহ একাধিক কলেজের বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূলের ছাত্র নেতৃত্বরা। কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। তৃণমূলের ছাত্র নেতৃত্বদের দাবি, আয়কর দপ্তরের নোটিশ পাঠিয়ে এইভাবে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধায়ক উওম বারিক’কে এভাবে আটকানো যাবে না স্লোগান তোলেন।

তৃণমূলের ছাত্রনেতা আবেদ আলি খাঁন বলেন ” পূর্ব মেদিনীপুর জেলা একাধিক কলেজে বিক্ষোভ কর্মসূচি করলাম। কারণ জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধায়ক উওম বারিক’কে আয়কর দপ্তর নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি এখন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। আয়কর দপ্তর নোটিশ পাঠালো, তার আগেই বিজেপি নেতাদের হাতে চলে যাচ্ছে। নোটিশ ইমেলে আসার আগে কি করে বিজেপি নেতার হাতে এলো ? এর আগে আমাদের নেতা তথা কারামন্ত্রী অখিল গিরি’কে নোটিশ পাঠিয়েছিল। কিভাবে নেতৃত্বদের কালিমা লিপ্ত করতে চাইছে। ধিক্কার ও প্রতিবাদ মিছিল করলাম “।

বস্তুত, গত ৪ দিন আগে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উওম বারিক’কে নোটিশ পাঠান আয়কর দপ্তর। নোটিশ আশা নিয়ে পূর্ব মেদিনীপুরে রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছিল। সভাধিপতিকে আয়কর দপ্তরের নোটিশ নিয়ে বড় ডাকাত বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন ” একটা বড় ডাকাত।

আগে ফাটা প্যান্ট, পুড়া বিড়ি খেতো। একটা ডাক পেয়েছে ১ কোটি ৬১ লক্ষ, আর একটা ১ কোটি ৩৬ লক্ষ। কোম্পানি আছে আইটি জমা দেয়নি ২০১৭ সাল থেকেই। আয়কর দপ্তরকে বলব, স্থানান্তরিত করে দেন ইডি’কে! অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে, ও ( উত্তম বারিক) আর প্রদীপ দে! ২০০০ হাজার লিটার তেল টাওয়ার খরচ হয়, ৮০০০ হাজার লিটার চুরি করে। বড় ডাকাত বিরাট নেতা! ৫ কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপোর কাছ থেকে “!