সিপিআইএম নেতা খুনের ১৪ বছর পর গ্রেফতার তৃণমূল নেতা

সিপিআইএম নেতা খুনে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা। বাম আমলে ২০০৯ সালে খুন হয় সিপিএম নেতা রফিক মোল্লা। এই খুনে অভিযুক্ত ছিল মহিম উদ্দিন মোল্লা। দীর্ঘদিন…

সিপিআইএম নেতা খুনে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা। বাম আমলে ২০০৯ সালে খুন হয় সিপিএম নেতা রফিক মোল্লা। এই খুনে অভিযুক্ত ছিল মহিম উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ফেরার থাকার পর থানায় এসে আত্মসমর্পণ করেন তৃ়নমূল নেতা। ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রুজু পুলিশের।

এই বিষয়ে তৃণমূল সভাপতি জয়দেব হালদার জানিয়েছেন, ” যদি কোনও কেসের আসামি হয় তাহলে তাকে আত্মসমর্পণ করতেই হবে। সেক্ষেত্রে পার্টি এই বিষয়ে নেই। আইন আইনের পথে চলবে। কেউ যদি কেসে জড়িত থাকে তাকে দল আত্মসমর্পণ করতে বলে”।

   

পাল্টা অভিযোগ তুলে পাথরপ্রতিমার সিপিআইএম নেতা জানিয়েছেন, ” দোষীরা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটায়। এত দিন পর অ্যারেস্ট হয়েছেন অন্যান্য ঘটনায় যারা অভিযুক্ত তারাও যেন দ্রুত অ্যারেস্ট হয়। ধিক্কার জানাই তৃণমূলকে”।