Partha Chatterjee: নদীয়ায় নতুন কমিটির নেতৃত্বের সন্ধানে তৃণমূল

আসন্ন পুরভোটের আগে দুটি কমিটি গঠন করল তৃণমূল-কংগ্রেস। নদীয়ায় সাংগঠনিক বৈঠক শেষে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জেলার নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে বাঁধন মজবুত করতে গড়া দল কমিটি দুইটি।

Advertisements

নদীয়ায় জেলা তৃণমূল কংগ্রেসের পুর নির্বাচনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যসভার সাংসদ সুধাংশু শেখর রায়।

   

সভা শেষে পার্থ বলেছেন, ” নদীয়ায় রানাঘাট সাবডিভিশন এবং কৃষ্ণনগর-নবদ্বীপের নেতৃত্বের সঙ্গে আলোচনায় কিছু পরামর্শ পেলাম। নির্বাচনে মানুষের কাছে পৌঁছে জয়কে কীভাবে আরও সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে সাংগঠনিক আলোচনা হয়েছে। অন্যদিকে আমরা দুটো কমিটি গঠন করেছি। যার একটার নেতৃত্বে রয়েছেন তাপস মন্ডল। অপরটির নেতৃত্বে আমরা এখনো বসে আছি।”

পার্থ জানিয়েছেন, কমিটি দুটিতে থাকবেন প্রত্যেক এমএলএ। থাকবেন সভাপতি। এছাড়াও নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে রেখেছেন বলে জানা গিয়েছে। নির্দল প্রার্থী হিসেবে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements