TMC: ৬১ জন নেতাকে বহিষ্কার করল তৃণমূল

পুরভোটের আবহে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, নির্দলের টিকিটে দাঁড়ানো এক ধাক্কায় ৬১ জন তৃণমূল নেতা কর্মীকে বহিষ্কার করল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার…

পুরভোটের আবহে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, নির্দলের টিকিটে দাঁড়ানো এক ধাক্কায় ৬১ জন তৃণমূল নেতা কর্মীকে বহিষ্কার করল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানালো উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী হওয়া সত্বেও আসন্ন পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী ও অন্যান্য দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে লিফলেট দিয়ে প্রার্থী প্রত্যাহার করার কথা জানিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। এবং যারা প্রত্যাহার না করবে তাদের দল থেকে বহিষ্কৃত করার কথা ও জানানো হয়।

এদিকে সেই মতো নির্দেশিকার পরেও প্রার্থীপদ প্রত্যাহার না করায়, সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী হওয়া সত্বেও আসন্ন পৌরসভা নির্বাচনের নির্দল প্রার্থী ও অন্যান্য দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে ১৩টি পৌরসভার এমন ৬১ জনকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করলো জেলা তৃণমূল নেতৃত্ব।