Election 2022: সোনু সুদকে বুথে যেতে বাধা নির্বাচন কমিশনের

বলিউড অভিনেতা সোনু সুদকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়া থেকে আটকালো নির্বাচন কমিশন। রবিবার তিনি পাঞ্জাবের মোগায় ভোট কেন্দ্র পরিদর্শন করতে যান। সেখানেই তিনি বাধার সম্মুখীন…

বলিউড অভিনেতা সোনু সুদকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়া থেকে আটকালো নির্বাচন কমিশন। রবিবার তিনি পাঞ্জাবের মোগায় ভোট কেন্দ্র পরিদর্শন করতে যান। সেখানেই তিনি বাধার সম্মুখীন হয়েছেন। ওই কেন্দ্রে তাঁর বোন মালবিকা কংগ্রেসের প্রার্থী হয়েছেন।

অভিযোগ, সোনু সুদ ভোটারদের সাথে সেলফি তুলে ভোটারদের “প্রভাবিত” করার চেষ্টা করছিলেন। শিরোমণি আকালি দল (এসএডি) নেতা দরজিন্দর সিং ওরফে মাখন ব্রার এই অভিযোগ দায়ের করেন। তার পরই নির্বাচন কমিশন সোনু সুদের গাড়ি অন্যান্য বুথে যেতে বাধা দেয়। জেলাশাসক হারিশ নায়ারও মোগা থানাপ পুলিশ সুপারকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সোনু সুদ। তিনি বলেছেন, তিনি কাউকে প্ররোচিত করেননি। ভোটারদের বলেননি তাঁর বোনকে ভোট দিতে। তিনি শুধু ভোট কেন্দ্রের বাইরে গিয়েছিলেন। টুইটারে সোনু সুদ মোগায় অন্য প্রার্থীদের ভোট কেনার অভিযোগ করেছেন।

সোনু সুদের বোন মালবিকা সুদ জানুয়ারিতে কংগ্রেসে যোগদান করেন৷ ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব নির্বাচনের আগে তিনি কংগ্রেসে যোগদান করেন। মোগায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং কংগ্রেস রাজ্য ইউনিটের সভাপতি নভজ্যোত সিং সিধুর উপস্থিতিতে পার্টিতে যোগদান করেন তিনি৷