21 July: রাম জন্মের আগেই রামায়ণ লেখা হল তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগেরই ঘোষণ হয়ে গেল বিজয় উৎসবের দিনক্ষণ। অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত৷ ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট৷ আর ফলাফল ঘোষণা ১১…

Trinamool Congress

পঞ্চায়েত ভোটের আগেরই ঘোষণ হয়ে গেল বিজয় উৎসবের দিনক্ষণ। অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত৷ ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট৷ আর ফলাফল ঘোষণা ১১ জুলাই৷ ফল ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল একুশে জুলাই হবে বিজয় উৎসব৷ দলীয় মুখপত্র “জাগো বাংলায়” প্রকাশিত হয়েছে ২১ জুলাইয়ের (21 July) পোস্টার।

জানা গেছে, এই সপ্তাহেই ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভার কয়েকজন কাউন্সিলরকে নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সংক্রান্ত কলকাতা কেন্দ্রিক একটি সভা হয়েছে। আজ, বৃহস্পতিবার “জাগো বাংলায়” একুশে জুলাইয়ের পোস্টার প্রকাশ করা হয়।

সেখানে দেখা গেছে বিজয় উৎসব হবে একুশে জুলাই ও “২০২৪-এর লক্ষ্যে দিল্লি চলোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়” এই কথা লেখা রয়েছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সরগরম রাজনৈতিক পরিস্থিতি। সেই ভোটের আগেই বিজয় উৎসবের কথা ঘোষণা করল শাসকদল। ভোটের ফলাফল কী হবে তা জানার আগেই “বিজয় সমাবেশের” কথায় বাড়ছে জল্পনা।

উল্লেখ্য, জেলায়-জেলায় শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেছে বিরোধীরা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট পাঁচ জন প্রাণ হারিয়েছেন। চলছে দলবদল। কখনও শাসকদল ছেড়ে বিজেপি-তে যোগদান, কখনও আবার সিপিএম-কংগ্রেসে। বিরোধী দল ছেড়ে শাসকদলেও যোগদান করেছে অনেকে।