Nadia: তার থেকে ঝুলছে হনুমান, ধনধান্য সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে

ফের ট্রেনের গন্ডগোল। কৃষ্ণনগর শিয়ালদহ ডাউন লাইন। জানা যাচ্ছে ডাউন লাইনের তারে একটি হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। পরে হনুমানটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।…

ফের ট্রেনের গন্ডগোল। কৃষ্ণনগর শিয়ালদহ ডাউন লাইন। জানা যাচ্ছে ডাউন লাইনের তারে একটি হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। পরে হনুমানটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ডাউন ধনধান্য এক্সপ্রেস (Dhanadhanya Express Train)কৃষ্ণনগর স্টেশন ছেড়ে জালালখালি ঢোকার আগে। ট্রেন চলাচল পরিসেবা ব্যহত হয়। প্রতিবেদন প্রকাশের সময় অবধি রেল লাইনের এক পাশে পড়ে রয়েছে হনুমানটির দেহ।

Advertisements

হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। এর ফলে সকাল ৯:৩০ নাগাদ ডাউন ধনধান্য এক্সপ্রেস জালালখালি ঢোকার আগের মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। সপ্তাহের শুরুতে অফিসযাত্রীরা হয়রানির শিকার হয়। অফিস টাইমে এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ, শুক্র এবং শনিবার ধনধান্য এক্সপ্রেস লালগোলা থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যায়। আজ ধনধান্য এক্সপ্রেস সকাল ৯:২১ মিনিটে কৃষ্ণনগর ঢোকে এবং ৯:২৩ মিনিটে সাধারণত ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ওভারহেডের তার ঝুলে থাকার জন্যই এমন বিপত্তি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী ডাউন লাইনে ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার ফলে, ডাউন লাইনের সমস্ত ট্রেনই দাঁড়িয়ে পড়ে। তবে পরে রেলের তৎপরতায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী টেন চলাচল ফের শুরু হয়েছে।