Sealdah Train: বিকল মালগাড়ির ইঞ্জিন, শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে (Sealdah Train) যাওয়ায় শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আজ, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সমস্যার সূত্রপাত। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মালগাড়ির ইঞ্জিন খারাপ…

sealdah

মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে (Sealdah Train) যাওয়ায় শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আজ, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সমস্যার সূত্রপাত। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় বিধাননগর ও শিয়ালদহের মধ্যে আপ ৩ নম্বর ও ডাউন ৪ নম্বর ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে।

এর জেরে শিয়ালদহ ঢোকার মুখে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে হেঁটেই শিয়ালদহ স্টেশন যাচ্ছেন অনেকে। কাঁকুড়গাছিতে একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর ফলে ওই লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ইঞ্জিনটি সারানোর চেষ্টা চলছে। 

   

অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি ডাউন ট্রেন শিয়ালদহের বদলে দমদমেই যাত্রা শেষ করানোর সিদ্ধান্ত নেয় রেল। ৩৪০৬২ ডাউন বনগাঁ-ক্যানিং লোকাল দমদমেই থামিয়ে দেওয়া হয়। 

Lightening: ঝড়ের সময় আম কুড়োতে গাছতলায়! আচমকা বজ্রপাতে মৃত্যু মালদহের ১১ জনের

ডাউন ট্রেন লেট করে শিয়ালদহে আসায় বেশ কিছু আপ ট্রেন ছাড়তেও দেরি হয়েছে। ১১.৩৫ এর আপ শান্তিপুর লোকাল ১২টায় শিয়ালদহ থেকে ছাড়ে। পরবর্তী আপ রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর লোকালও ১০ থেকে ১৫ মিনিট দেরিতে শিয়ালদহ থেকে ছাড়ে। 

Mamata Banerjee: ‘বদলা আমি নিয়েই ছাড়ব’, মমতার মুখে প্রতিশোধের হুমকি

১২.৪৮ এর আপ বনগাঁ লোকাল ১টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে। কাজের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার রেলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের প্রশ্ন, শিয়ালদহের এত কাছে ইঞ্জিন খারাপ হলেও সেটি কেন দ্রুত সরানো হল না? ট্রেন চলাচল স্বাভাবিক হতে কেন এত সময় লাগল?