Mamata Banerjee: ‘বদলা আমি নিয়েই ছাড়ব’, মমতার মুখে প্রতিশোধের হুমকি

নন্দীগ্রামে বিধানসভা ফল নিয়ে বিতর্ক এখনও জারি। লোডশেডিং করিয়ে বিজেপি ভোটগণনায় কারচুপি করেছিল বলে অভিযোগ মমতা ও তাঁর দল তৃণমূলের। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। সেই…

mamata banerjee rings death bell of bjp in north kolkata lok sabha campaign

নন্দীগ্রামে বিধানসভা ফল নিয়ে বিতর্ক এখনও জারি। লোডশেডিং করিয়ে বিজেপি ভোটগণনায় কারচুপি করেছিল বলে অভিযোগ মমতা ও তাঁর দল তৃণমূলের। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। সেই ক্ষত এখনও কাঁটার মত বিঁধছে তৃণমূল নেত্রীকে। তাই সেই প্রসঙ্গ টেনে লোকসভা ভোটের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে ‘বদলা’র হুঙ্কার।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

   

বৃহস্পতিবার তমলুকে ভোট প্রচারে গেছিলেন তৃণমূল নেত্রী। দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন নন্দীগ্রামের ভোট প্রসঙ্গ। বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা হয়েছে। রিগিং করা হয়েছে। সেদিন ডিএম বদলানো হয়েছিল, লোডশেডিং করেছিল জিতেছিল। আজ নয় কাল, এর বদলা আমি নেবই। চিরকাল বিজেপি থাকবে না। তাই বদলা নিয়েই ছাড়ব।’

নির্বাচন কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি কমিশনের সাহায্যেই ডিএম-এসপি, আইসি সব বদলে দিয়েছিল। পরে লোডশেডিং করে ফল পাল্টানো হয়েছিল।

নন্দীগ্রাম নিয়ে কথা বলার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কারও নাম নেননি। তবে হাবেভাবে বুঝিয়ে দেন কাকে নিশানা করছেন তিনি। কারণ তৃণমূল নেত্রী বলেন, ‘চিরকাল ইডি-সিবিআই কোলে রাখবে না। এনআইএ, ইনকাম ট্যাক্সও পাশে থাকবে না। বদলা হবেই। কীভাবে বদলা নেব তা আগামী দিন পথ দেখাবে।’

Suvendu Adhikari: ‘সাধু নয়, কোটি কোটি টাকা খেয়েছেন’, শুভেন্দুর কেলেঙ্কারি ফাঁস তৃণমূল বিধায়কের!

তমলুকের সভামঞ্চে দাঁড়িয়ে এ দিন একাধিকবার নাম না করে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে ‘গদ্দার’ বলে সম্বোধন করেন মমতা। বলেছেন, ‘আমি না থাকলে দিঘা-তমলুক কিছুই হত না। এতদিন তো বাপ-ব্যাটা ছিল, কোন কাজটা করেছে ১০ বছর?’ শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, ‘যতদিন আমাদের মন্ত্রী ছিল যা পেরেছে তা করে খেয়েছে। লুটে নিয়েছে। আমি খাতা খুলছি না, জনগন দেখবেন।’

Minakshi Mukherjee: সুজিত বোসের বুকে মীনাক্ষীর ট্যাটু! দেখেই কী বললেন বাম যুব নেত্রী?