নারী দিবসের দিন বড় দান মোদীর, ফের বাংলার সফরসূচিতে বদল

কলকাতা: সন্দেশখালির ইস্যু নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি৷ সন্দেশখালির ঘটনায় এখনও পর্যন্ত কাঠগড়ায় এরাজ্যের শাসকদল তৃণমূল৷ তাই এই পরিস্থিতিতে হাতিয়ার করতে চাইছে বিরোধী দল বিজেপি৷ লোকসভা নির্বাচনের…

pm narendra Modi

কলকাতা: সন্দেশখালির ইস্যু নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি৷ সন্দেশখালির ঘটনায় এখনও পর্যন্ত কাঠগড়ায় এরাজ্যের শাসকদল তৃণমূল৷ তাই এই পরিস্থিতিতে হাতিয়ার করতে চাইছে বিরোধী দল বিজেপি৷ লোকসভা নির্বাচনের পর নিজেদের জায়গা পাকাপাকি করতে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের পাশে দাঁড়িয়েছে গেরুয়া শিবির৷ এমনটাই মতামত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

৮ মার্চ নারী দিবস৷ ওই দিনই বড় দান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে বঙ্গ সফরের সূচি চূড়ান্ত করলেন৷ এই নিয়ে তৃতীয়বার তিনি তাঁর সফরসূচির দিনক্ষণ বদল করলেন৷ ইতিমধ্যে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি করতে চাইছে বঙ্গ বিজেপি৷ অভিযোগ জানানোর সুযোগ করে দিচ্ছে গেরুয়া শিবির৷

তাই আগামী ৬ মার্চ নয়, ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে ওই দিন বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওইদিন তিনি সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন৷ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত৷ ওয়াকিবহাল মহলের মত, নারী দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে ‘নারী নির্যাতন’-এর কথা শুনে সুরাহার চেষ্টা করবেন নমো৷ সেই কারণেই দিনবদল বলে মনে করা হচ্ছে৷

সূত্রের খবর, বাংলার মাটিকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেরুয়া শিবিরের প্রচার শুরু করছেন৷ আগামী ১ মার্চ আরামবাগে তাঁর সভা করার কথা রয়েছে৷ এরপর ২ মার্চ কৃষ্ণনগরে সভা করবেন তিনি৷ এরপর ৬ মার্চের বদলে ৮ তারিখ বারাসতে সভা করবেন নরেন্দ্র মোদী৷ সেখান থেকেই সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের সঙ্গে কথা বলবেন তিনি৷

আগামী ৮ মার্চ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি৷ আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী৷ প্রধানমন্ত্রীর মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ করা হবে৷ সেখানেই মুখ ঢেকে বসবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’-রা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন তাঁদের সমস্যার কথা৷