Darjeeling: দার্জিলিং থেকে ঘুম, পুজোর ছুটিতে ট্রেন যাবে ঝুমঝুম

সিকিমে বিপর্যয়ের ধাক্কা কাটাতে সময় লাগবে। ফলে শারোদতসবের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন এলারায়। দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও পর্যটক ভিড়। আবার ঐতিহ্যবাহী কোচবিহারও কম নয়। তবে কাঞ্চনজঙ্ঘা শোভিত দার্জিলিংয়ের আকর্ষণ তুঙ্গে। এই সময় টয় ট্রেনের বিশেষ পরিষেবা থাকছে।

আকাশবাণী সংবাদ জানাচ্ছে, উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী ৫ জানুয়ারি পর্যন্ত দৈনিক ভিত্তিতে দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে টয় ট্রেন পরিষেবার চারটি ডিজেল স্পেশাল জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

   

০২৫৪৭ দার্জিলিং – ঘুম – দার্জিলিং ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে সকাল ৯ টা ২০ মিনিটে রওনা দিয়ে ঘুমে পৌঁছবে সকাল ১০ টা ৫ মিনিটে। সেই ট্রেন ঘুম থেকে সকাল ১০ টা ২৫ মিনিটে রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১০ টা ৫৫ মিনিটে।

০২৫৪৮ দার্জিলিং – ঘুম – দার্জিলিং ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে সকাল ১১টা২৫ মিনিটে রওনা দিয়ে ঘুমে পৌঁছবে দুপুর ১২ টা ১০ মিনিটে । ট্রেনটি ঘুম থেকে সাড়ে১২ টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে দুপুর একটায়।

০২৫৪৯ দার্জিলিং – ঘুম- দার্জিলিং ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে দুপুর ১ টা ২৫ মিনিটে রওনা দিয়ে ঘুমে পৌঁছবে দুপুর ২.১০ মিনিটে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে দুপুর ২. ৩৫ মিনিটে রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে বিকেল ৩ টে ৫ মিনিটে ।

০২৫৫০ দার্জিলিং – ঘুম- দার্জিলিং ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে সাড়ে তিনটায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে বিকেল ৪ টে ১৫ মিনিটে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে সকাল ৪ টা ৩৫ মিনিটে রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ৫টা ৫ মিনিটে।

NF রেল সূত্রের খবর এই চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ। দুটি কোচে ৩০টি আসন থাকবে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে।

তবে সমতলের এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন চলাচল কতটা স্বাভাবিক থাকবে তা স্পষ্ট করেনি রেল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন