বাংলার দল নিয়ে এবার হতাশ রঞ্জন চৌধুরী, কী বলছেন তিনি?

সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ওডিশা দলের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরবর্তীতে দিল্লি ও হরিয়ানার বিপক্ষে ড্র করে বাংলা ফুটবল দল। যা দেখে প্রচন্ড…

Ranjan Chowdhury

সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ওডিশা দলের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরবর্তীতে দিল্লি ও হরিয়ানার বিপক্ষে ড্র করে বাংলা ফুটবল দল। যা দেখে প্রচন্ড হতাশ বঙ্গের ফুটবলপ্রেমী মানুষের। এরফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে শঙ্করদের। বর্তমানে যা পরিস্থিতি তাতে পরবর্তী রাউন্ডে যেতে গেলে বাকি সবকটা ম্যাচ জিততে হবে রঞ্জন চৌধুরীর (Ranjan Chowdhury) ছেলেদের। এক কথায় বলতে গেলে যা বিরাট কঠিন কাজ।

এই পরিস্থিতিতে দল নিয়ে যথেষ্ট হতাশ বাংলা দলের কোচ রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “এখন আর কিছুই করার নেই। আমার হাতে কোনো বিকল্প পথ ও নেই। এদের দিয়েই এখন ম্যাচ খেলতে হবে। তাই অন্যদিকে দেখছি না। এখন বাকি দুই ম্যাচে জেতার দিকেও নজর দিচ্ছি। পাশাপাশি নিজেদের আরও ভালো করে প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো যা হয়েছে তা ভুলে যেতে চাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই্।”

   

আগামী সোমবার পাঞ্জাব দলের মুখোমুখি হবে বাংলা ফুটবল দল। এখন সেই ম্যাচেই বাড়তি নজর দিচ্ছেন রঞ্জন চৌধুরী। কারন এই ম্যাচ জিতলেই একমাত্র পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা থাকবে বাংলার ছেলেদের।