দীপাবলীর প্রাক্কালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাগডহর সার্বজনীন শ্যামা পূজা কমিটির পুজো মন্ডপের উদ্বোধন (Shyama Puja inauguration) করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Chakraborty)। ভূত চতুর্দশীর রাতেই এই মন্ডপে শ্যামা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দীপাবলীর আলোর উৎসবের শুরুতে এই বিশেষ পুজো মন্ডপ উদ্বোধন নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে ছিল প্রবল উৎসাহ।
প্রতি বছরই জিয়াগঞ্জের এই পুজোর থিম নিয়ে দর্শকদের মধ্যে জোর আলোচনা থাকে। এবার বাগডহর শ্যামা পূজা কমিটির উদ্যোগে সতীপীঠের ৫১ পীঠের মধ্য থেকে বিশেষ পাঁচটি পীঠের প্রতীকী মন্ডপ নির্মাণ করা হয়েছে। বাগডহর সার্বজনীন শ্যামা পূজা কমিটির মন্ডপ সজ্জায় এবার স্থান পেয়েছে মধ্যপ্রদেশ, বাংলাদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পীঠস্থান। পূজা কমিটির সদস্য দেবাশীষ সরকার জানান, “এই পূজা বহু বছরের পুরনো। তবে গত ১৬ বছর ধরে বৃহৎ পরিসরে পুজো করা হচ্ছে। প্রতি বছরই আমরা বিশেষ থিম নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি।”
মন্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, লালগোলার বিধায়ক মহ: আলী, রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহ: আখরুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংসদ আবু তাহের খান উদ্বোধন পর্বে বলেন, “প্রতি বছরই এই পূজা সুন্দরভাবে আয়োজিত হয় এবং মানুষের ভিড়ও জমে। এ বছর টলিউডের তারকা শুভশ্রী গাঙ্গুলি উদ্বোধনে আসায় মানুষের মধ্যে আলাদা উচ্ছ্বাস রয়েছে।”
টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মন্ডপ উদ্বোধন উপলক্ষে বলেন, “মুর্শিদাবাদে অনেকবার এসেছি শো করতে, কিন্তু আজ এই পুজোর উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে। এমন সুন্দর মন্ডপ এবং উৎসাহী দর্শনার্থীদের মধ্যে নিজেকে পেয়ে আমি আনন্দিত।”
উদ্বোধনের সময় থেকেই জিয়াগঞ্জ শহরের এই মন্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে দর্শকরা এই পূজা দেখতে আসছেন।