শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন, কাদের সম্মুখ সমরে ডাকলেন কুণাল?

এবার অভিনেতা ও অভিনেত্রীদের সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর আগে একটি ভিডিও শেয়ার করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তৃণমূল নেতা। সেই…

Kunal's 'Advice' for the CPIM to Bounce Back Under main accused on RG Kar case Sanjay's Leadership

এবার অভিনেতা ও অভিনেত্রীদের সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর আগে একটি ভিডিও শেয়ার করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তৃণমূল নেতা। সেই ভিডিওতে এক অভিনেত্রীকে দেবাংশু ভট্টাচার্য্য ও কুণাল ঘোষের নামে বিরূপ কথা বলতে শোনা গিয়েছিল।

ওই ভিডিওই শেয়ার করে অভিনেত্রীর সঙ্গে দেবাংশুর বিয়ের কথা বলেছিলেন তিনি মজার ছলে। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। এছাড়া, টেক্কা ছবিকে সামনে রেখে তৃণমূল নেতা অভিযোগ এনেছিলেন যে আরজি কর কাণ্ডের আবহকে সামনে রেখে প্রচার সারছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

   

সেই নিয়েও একতরফা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপর থেকেই একাধিক কথার সম্মুখীন হতে হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। এই সব বিষয়ে সরব হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, “যে অভিনেতা, অভিনেত্রীরা আমার নামে বা নাম না নিয়ে আমার সমালোচনা করছেন, মারধরের হুমকি দিচ্ছেন, তাঁদের যুক্তির দম, সাহস ও শিরদাঁড়া থাকলে মুখোমুখি অধিবেশনে আসুন। ওঁরা সবাই থাকুন। আমি একা থাকব। সরাসরি সম্প্রচার হোক। টিভি চ্যানেল উদ্যোগ নিতে পারেন। আমার অনুপস্থিতিতে বীরত্ব দেখাচ্ছেন কেন রিল লাইফের মত; রিয়েল লাইফে সামনাসামনি হোক। মানুষ শুনে সিদ্ধান্ত নিন।”

তার এই পোস্টের কমেন্ট সেকশনে এক নেটিজেন লিখেছেন, “এর আগে আপনি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কে আপনার মুখোমুখি বসিয়ে তদন্তের দাবি করেছিলেন… মনে আছে?” আরেকজন আবার কুণালের বক্তব্যকে সমর্থন করে লিখেছেন, “এটি সত্যিই গুরুত্বপূর্ণ। সরাসরি বিতর্কে আসার আহ্বান জানিয়ে যে সাহস দেখানো হচ্ছে, তা প্রশংসনীয়। গণমাধ্যমের সামনে আলোচনা হলে সত্য এবং যুক্তি প্রকাশ পাবে, যা সমাজের জন্যই উপকারী হবে। মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।”

এখনও পর্যন্ত তার এই খোলা আহ্বানে সাড়া দিয়ে প্রতিবার্তা পাঠাননি কেউই। কুণাল অনুরাগীরা তাই অধীর আগ্রহে অভিনেতা-অভিনেত্রীদের পদক্ষেপের জন্য অপেক্ষা করে আছে।