তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল মুখপাত্র

ফের আলোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। ফের তাঁর প্রচার পুস্তিকা নিয়ে সমালোচনা। এবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে সরব দলেরই মুখপাত্র রিজু…

TMC's Sudip Bandyopadhyay Outraged by Party Spokesperson Riju Dutta

short-samachar

ফের আলোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। ফের তাঁর প্রচার পুস্তিকা নিয়ে সমালোচনা। এবার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে সরব দলেরই মুখপাত্র রিজু দত্ত (Riju Dutta)।

   

রবিবার সোশাল মিডিয়ায় রিজু লিখেছেন, ‘উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়েছে।
এতগুলো পাতায় এতগুলো ছবি।
সেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সেনাপতি, শ্রী অভিষেক বন্দোপাধ্যায়ের – একটিও ছবি নেই।’
এরপরেই রিজু আবার লিখেছেন, ‘এটা ভুল। আশা করি ইচ্ছাকৃত নয়।’ পাশাপাশি তাঁর আরও পরামর্শ, ‘যে বা যারা এই পুস্তিকাগুলি ছাপানোর দ্বায়িত্বে আছেন, তাঁদের বলব, যত তাড়াতাড়ি সম্ভব, প্লিজ সংশোধন করে নিন’

২০০৯ সাল থেকে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে হ্যাটট্রিক করেছেন। চতুর্থবার নানা বিড়ম্বনায় পড়ছেন। সেটাও আবার দলেরই অন্দরে। এর আগে এই প্রচার পুস্তিকা নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে প্রশ্ন তোলেন সোশাল মিডিয়ায়।

TMC's Sudip Bandyopadhyay Outraged by Party Spokesperson Riju Dutta

কয়েক মাস আগে সাংসদ সুদীপের বিরুদ্ধে ধরনাও দেন মোনালিসা। পরে কুণাল ঘোষের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর খোদ কুণালই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান। লোকসভা ভোটে কলকাতা উত্তরে নয়া প্রার্থী দেওয়ার দাবি তোলেন। সেটা হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়েই প্রচার করতে হচ্ছে কুণাল ঘোষকে। প্রচারের মাঝেও সুদীপে বেসুরো হতে দেখা গিয়েছে তাঁকে।

এই কোন্দল নিয়েই লোকসভা ভোটে লড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ বিজেপির তাপস রায়। যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদের জেরেই দল ছেড়েছেন। মূলত সুদীপকে হারাতেই বিজেপির টিকিটে কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন।