TMC’s Mega Meeting: আজ কালীঘাটে মেগা সাংগঠনিক বৈঠক তৃণমূলের

Mamata Banerjee Abhishek Banerjee

পঞ্চায়েতের আগে মেগা সাংগঠনিক বৈঠক কালীঘাটে (TMC’s Mega Meeting)। শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শনিবারের বৈঠকে থাকবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা। থাকবেন ইলেকশন কমিটির সদস্যরাও।

বেলা চারটেয় বৈঠক হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া তৃণমূল ভবনে। রাজনৈতিক মহল মনে করছে, মূলত পঞ্চায়েত নির্বাচন কৌশল, প্রচার পরিকল্পনা-সহ কী স্ট্র্যাটেজিতে বিরোধীদের মোকাবিলা করা হবে, এই সব বিষয়েই আলোচনা হবে ।

   

গোটা মনোনয়ন জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি, সংঘর্ষ, বোমবাজি, এমনকি খুনেরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি বিরোধীরা শাসক তৃণমূলকেই দায়ী করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের মতো শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও দেখেনি বাংলা।

ভোটপর্বের শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠলেও, চুপ থেকেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বে অশান্ত পরিস্থিতি নিয়ে স্পষ্ট উদ্বেগ হাইকোর্টের। আদালতের নির্দেশই মেনে চলা হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। এই পরিস্থিতিতে কালীঘাটে এই বৈঠকে পঞ্চায়েতে লড়ার স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন