Nadia: ‘ভোট দিলেই শেষ…’ হুমকির অভিযোগ, নদিয়ায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথ ঘেরাও তৃণমূলের

কেন্দ্রীয় বাহিনীর সামনে দুঃসাহসিক ভাবে বুথ ঘেরাও তৃণমূলের। পঞ্চায়েত ভোটের পুননির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার পলাশিপাড়া এলাকা। ভোট দিতে আসলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল…

কেন্দ্রীয় বাহিনীর সামনে দুঃসাহসিক ভাবে বুথ ঘেরাও তৃণমূলের। পঞ্চায়েত ভোটের পুননির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার পলাশিপাড়া এলাকা। ভোট দিতে আসলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। আরও অভিযোগ, ভোট দিলেই শেষ করার হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তবে অভিযোগ অস্বীকার করেছে টিএমসি।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নদিয়ার পলাশিপাড়া এলাকার দুটি বুথে পুননির্বাচন। এলাকার সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শাসক দলের কার্যালয়ের সামনে রাস্তার উপর জমায়েত করে দাঁড়িয়ে থাকেন তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা।

কোনও মতেই সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না এমনই হুমকি তৃণমূলের। শাসকদলের এই কর্মকাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ বিরোধীদের। তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

গত ৮ জুলাই অর্থাৎ শনিবার ছিল পঞ্চায়েত ভোটের নির্বাচন তবে গোটা রাজ্য জুড়ে ভোট পর্বকালীন হিংসা, খুন, ভোট চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। বহু জায়গায় ভোট দিতে পারেনি অধিকাংশ মানুষ। আবার কোথাও ভোট দিলেও চুরি হয়েছে ব্যালট বক্স। চলেছে দেদার ছাপ্পা।

নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের পুর্ননির্বাচন। কার মধ্যেই আজ ফের শাসকদলের সন্ত্রাসপূর্ণ কার্যকলাপে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা নদিয়া। কেন্দ্রীয় বাহিনী দেওয়া সত্বেও নিরাপত্তা নেই মানুষের। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ।

রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট! রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে। এক নজরে পুনর্নির্বাচন আসন ভিত্তিক জেলাগুলি:

মুর্শিদাবাদ ১৭৫
মালদহ ১১২
কোচবিহার ৫৩
নদিয়া ৮৯
কোচবিহার ৫৩
উত্তর ২৪ পরগনা ৪৬
দক্ষিণ ২৪ পরগনা ৩৬
পূর্ব মেদিনীপুর ৩১
হুগলি ২৯
দক্ষিণ দিনাজপুর ১৮
জলপাইগুড়ি ১৪
বীরভূম ১৪
পশ্চিম মেদিনীপুর ১০
বাঁকুড়া ৮
হাওড়া ৮
পশ্চিম বর্ধমান ৬
পুরুলিয়া ৪
পূর্ব বর্ধমান ৩
আলিপুরদুয়ার ১