তৃণমূলের সমর্থনে মহা কর্মী সম্মেলন গিয়ে মৃত্যু তৃণমূল কর্মীর

লোকসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে মহা কর্মী সম্মেলন I সেখানে এসেই মৃত্যু হল এক তৃণমূল কর্মীর I মৃতের নাম সমীর রায় বয়স ৫৫ I সমীরের বাড়ি…

TMC leader

লোকসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে মহা কর্মী সম্মেলন I সেখানে এসেই মৃত্যু হল এক তৃণমূল কর্মীর I মৃতের নাম সমীর রায় বয়স ৫৫ I সমীরের বাড়ি বনগাঁ (Bongaon) লোকসভার অন্তর্গত বাগদা বিধান সভার রনঘাট পঞ্চায়েতের চড়ক তলা এলাকায় I জানা গিয়েছে, বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সোমবার বনগাঁর নিউ মার্কেট এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোক সভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক , আশকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগণ জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী , বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব ও লোকসভার ১৯২৭ টি বুথের সকল কর্মী বৃন্দ ।

দলীয় প্রার্থীর সমর্থনে ওই কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন সমীর বাবু I মৃত তৃণমূল কর্মীর স্ত্রী বুলবুল রায় ২০১৩ সালে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল আসেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

মৃত তৃণমূল কর্মীর ভাই অনুপম জানান, “পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার দাদা সমীর রায়। তার একটি ছেলে ও মেয়ে আছে। সকালে তারা দুভাই কর্মী সম্মেলনে এসেছিলেন। হটাৎ করে দাদা অসুস্থতা বোধ করলে বেশ কয়েকজন কর্মীদের সহযোগীতায় তাঁকে ন বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ চিকিৎসার পর চলার পর মৃত্যু হয় তাঁর।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ রোগে আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সমীরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার সহ গোটা এলাকায়। হাসপাতালে মৃত কর্মীকে দেখতে গিয়ে বিশ্বজিৎ বলেন, ” সমীরের চলে যাওয়াতে অনেক ক্ষতি হল। আমরা তার পরিবারের পাশে ছিলাম, আছ ভবিষ্যতেও থাকব।”

বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল বলেন, “এই মৃত্যু নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি যতদূর শুনেছি লোকসভার প্রার্থী কে নিয়ে বিরোধিতা করেছিলো ওই তৃণমূল কর্মী। এমনি কি কর্মী সম্মেলনে এসেও বচসা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লোকসভা জুড়ে।”