Birbhum: বীরভূম থেকে কালীঘাটে গেল বার্তা ‘সব সিপিএমে ঢুকে যাচ্ছে, কী করব বলুন?’

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্বে রক্তাক্ত রাজ্য। জেলায় জেলায় চলছে সংঘর্ষ। শাসক তৃণমূল বনাম বাম সংঘর্ষের একটার পর একটা ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন।…

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্বে রক্তাক্ত রাজ্য। জেলায় জেলায় চলছে সংঘর্ষ। শাসক তৃণমূল বনাম বাম সংঘর্ষের একটার পর একটা ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। এর মাঝে (Birbhum) বীরভূম থেকে ফের তৃ়ণমূলে ভাঙন ধরল। জেলার পাড়ুইয়ে শাসক দলের বড়সড় ভাঙন ধরেছে। দলে দলে টিএমসি সমর্থকরা সিপিআইএমের পতাকা টাঙালেন। এই ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল পাড়ুইয়ের সাত্তোর বাজার।

সাত্তোরের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিবাজি চরমে। সূত্রের খবর সম্প্রতি সাত্তোর বাজারে সিপিআইএমের কর্মসূচিতে বাধা দেন কয়েকজন তৃণমূল সমর্থক। তারাই সরাসরি বাম শিবিরে যোদ দেন। তারা জানান, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামেরাই লড়ছে। শনিবার এই ঘটনা ঘটে। এলাকার বাম নেতারা বলছেন, রবিবার থেকে আরও তৃণমূল ত্যাগের ঘটনা সামনে আসবে।

জানা যাচ্ছে জেলায় পরপর তৃণমূল ত্যাগের খবর জেলা নেতৃত্ব পাঠিয়েছেন কালীঘাটে। কারণ, দলীয় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের সাংগঠনিক বিষয় দেখছেন। এদিকে নানুরে চলে অনুব্রত বনাম কাজল শেখ গোষ্ঠির সংঘর্ষ।