Weather Today: সাগরের জ্বলীয় বাষ্প চুরি করেছে ঠাণ্ডা হাওয়া, চলবে ‘উষ্ণ’ শীতকাল

Weather Today:উষ্ণ বড়দিন কাটাল পশ্চিমবঙ্গ। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। সাগরের…

Weather Today:উষ্ণ বড়দিন কাটাল পশ্চিমবঙ্গ। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি।

সাগরের দিক থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় পশ্চিম দিকের ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকতে পারছে না। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়ে চলেছে।

অন্যদিকে, বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে। রোদ ঝলমলে শৈল-শহর বড়দিনে  দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকরা চুটিয়ে উপভোগ করেন হিমেল পরশ। উত্তরবঙ্গে এমন মনোরম আবহাওয়াই চলবে বেশ কয়েকদিন।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে