Kolkata weather update: পারদ নামলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

News Desk, Kolkata: আকাশ পরিস্কার হতেই নামল পারদ। অল্প তবে তা মন্দের ভালো। এমনটাই জানাল হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। জেলার মতো কলকাতায় লাফিয়ে তিন…

Kolkata winter

News Desk, Kolkata: আকাশ পরিস্কার হতেই নামল পারদ। অল্প তবে তা মন্দের ভালো। এমনটাই জানাল হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। জেলার মতো কলকাতায় লাফিয়ে তিন ডিগ্রি নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও।

শহরে ধীরে ধীরে ফিরছে ঠান্ডার আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। তাই অস্বস্তি বজায় থাকবে। তবে ৭২ ঘণ্টায় দু’ থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যদিও তা এখনই স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। ফলে পারদ না নামা পর্যন্ত অস্বস্তি থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

আসলে শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মাঝে মাঝে উঁকি দিয়েই তা পালাচ্ছে। সৌজন্যে একের পর এক নিম্নচাপ। পারদ এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষকে বাধ্য হয়ে পাখা চালাতে হচ্ছে। এই পরিস্থিতি আগামী দিন দুই তিনেক থাকবে। ধীরে ধীরে রাত এবং সকালের দিকে ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক।

আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।