Baranagar BY Election 2024: বয়স ৬৬তে ‘সেলিম দাওয়াই’! বাম তন্ময়ের থাবায় বন্দি দুই তৃণমুলী!

   ‘মেরে হাত ভেঙে দেব’ শুনেই দুই হাত দিয়ে দুই আক্রমনাত্মক তৃ়ণমূল সমর্থকের গলা ধরলেন সিপিআইএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বঙ্গ বাম মহলে যিনি সুপুরুষ ও…

  

‘মেরে হাত ভেঙে দেব’ শুনেই দুই হাত দিয়ে দুই আক্রমনাত্মক তৃ়ণমূল সমর্থকের গলা ধরলেন সিপিআইএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বঙ্গ বাম মহলে যিনি সুপুরুষ ও সুবক্তা ও তাত্ত্বিক নেতা হিসেবে সুপরিচিত। দীর্ঘদেহী তন্ময় ভট্টাচার্যের কাউন্টার অ্যাকশন দেখে রাজ্যবাসী হতবাক। রীতিমতো স্ট্রিট ফাইটার স্টাইলে দেখা গেল বরানগর বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তন্নয় ভট্টাচার্য।

তন্ময় ভট্টাচার্য অভিযোগ করেছেন, ভোট পরিদর্শনের সময় তাকে ঘিরে নেয় কয়েকজন তৃ়নমূল সমর্থক। তাদের সাথে বচসা হয়েছে। আর সংবাদাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তন্নয় বনাম তৃ়নমূলীদের মারামারির দৃশ্য। এই ঘটনা বরানগরের বিকেসি কলেজের।

   

দমগমের তন্ময় ভট্টাচার্য দমদম উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক। তিনি গত বিধানসভা ভোটে পরাজিত হন। ত্রিপুরার এক টিভি চ্যানেলে তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্য নেতৃত্বের প্রতি। অভিযোগ,  তাঁর নিশানায় ছিলেন বাম ও আইএসএফ জোটের রূপকার বলে চর্চিত নেতা। তবে পরে বিষয়টি দলীয়স্তরে মিটমাট হয়। দীর্ঘ সময় নীরব ছিলেন তন্ময় ভট্টাচার্য। এবার দমদমের তন্ময় বেছে নিলেন সেই ‘সেলিম দাওয়াই’। তিনি মারমুখী এমন ছবি সামাজিক মাধ্যম ভাইরাল।

লোকসভা নির্বাচনে আচমকা দমদম দাওয়াই ও সেলিম দাওয়াই তত্ত্বে গরম বাম শিবির। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যেভাবে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল সমর্থকের ঘাড় ধরেছিলেন তার পর থেকে সেলিম দাওয়াই শব্দটি দমদম দাওয়াইয়ের পাশাপাশি চর্চিত। রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, সাড়ে তিন দশকের ক্ষমতা হারানোর পর কুঁকড়ে থাকা সিপিআইএমকে উজ্জীবিত করেছেন সেলিম। লোকসভা নির্বাচনে বারবার সেই পথ বাম প্রার্থীরা বারবার নিয়েছেন।
দমদম লোকসভার অন্তর্গত বরনাগর বিধানসভা কেন্দ্র।  এই কেন্দ্রের গতবারের তৃণমূল বিধায়ক তাপস রায় এবার লোকসভা ভোটে  কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী। সেই কারণে বরানগর বিধানসভার উপনির্বাচন। এই কেন্দ্রের তৃ়ণমূল প্রার্থী সায়ন্তিকা চ্যাটার্জি।