TMC: তোলার টাকা না দেওয়ায় প্রতিষ্ঠা দিবসে খুন তৃণমূল সমর্থক

TMC worker murder in Baruipur
murder case

দক্ষিণ ২৪ পরগনায় খুন তৃণমূল সমর্থক। তাকে ইট দিয়ে থেঁতলে খুন করা হলো। অভিযোগ, ওই ব্যক্তিকে তোলা দিতে বলে কয়েকজন তৃণমূল সমর্থক। শুরু হয় বচসা। এর জেরে প্রকাশ্যে খুন করা হয় তৃণমূল সমর্থককে।

পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম অভিজিৎ বিশ্বাস। সোমবার ঘটনাটি ঘটেছে পানিহাটির বিলকান্দা পঞ্চায়েতের অপূর্বনগর এলাকায়। নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার র কয়েকজন তাকে জখম করেছিল। পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তিনি মারা যান। চানাচুরের ব্যবসা করতেন অভিজিৎ।

   

গোটা ঘটনায় তৃণমূল গোষ্ঠীবাজি জড়িত বলে স্থানীয় বাম ও বিজেপি নেতাদের অভিযোগ। জানা গেছে, অভিজিতের কাছে তোলার টাকা চেয়েছিল কয়েকজন। তারা এলাকারই তৃণমূল সমর্থক। নিহতের পরিবারের দাবি কালীপুজো থেকেই হামলা চলছিল। এই বিষয়ে ঘোলা থানার পুলিশকে জানানো হয়। তবে তখন পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন