West Bengal: বিধানসভা অধিবেশনে বিজেপি নিশানা মণিপুর ইস্যুতে নিন্দা তৃণমূলের

আজ রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session)। এই সুবাদেই বাড়তে পারে মণিপুর উত্তাপ (Manipur Issue )। নিন্দা প্রস্তাব আনলেন তৃণমূল।

West Bengal Assembly

আজ সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Assembly Session)। এই সুবাদেই বাড়তে পারে মণিপুর উত্তাপ (Manipur Issue )। নিন্দা প্রস্তাব আনলেন তৃণমূল। তবে নিন্দা প্রস্তাবের আগেই শর্ত বিজেপির। বিধানসভা অধিবেশনের আগে বিজেপি জানিয়েছে, বাংলা নিয়ে আলোচনা হলে তবেই অংশগ্রহণ করবে বিজেপি। বিধানসভায় জানিয়ে দেওয়া হয়েছে তাদের বক্তাদের তালিকা। বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা এবং বিজেপির মহিলা বিধায়করা।

গত সপ্তাহের নারী নির্যাতনের অভিযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি। এই পরিস্থিতিতে আজ বিধানসভার অধিবেশনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আজ বিধানসভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী।

গত সপ্তাহে নজর এসেছে পঞ্চায়েত ভোটের সন্ত্রাসকে নিয়ে সরব হয়েছিলেন বিজেপি। সেখানে তারা আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্য পেশ করেছিলেন। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের মন্তব্য সামনে এসেছে।

আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূল মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনছেন বিধানসভায়। এর আগে বিধানসভা অধিবেশনে কালো পতাকা দেখিয়ে বেরিয়ে গিয়েছিল বিজেপি কর্মীরা। আজ ফের সেই বৈঠকে কি হতে চলেছে, সেই বিষয়ে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।