FC Goa: ঘরের ছেলেকে দিয়ে বাজিমাত করতে পারে গোয়া

কিছু দিন আগে এফসি গোয়ার (FC Goa) সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল নিখিল প্রভুর। তার প্রস্থানের ফলে স্কোয়াডে তৈরি হয়েছে শূন্য স্থান। নিখিলের জায়গায় কাকে সুযোগ দিতে পারে এফসি গোয়া?

Rayan Roger Menezes

কিছু দিন আগে এফসি গোয়ার (FC Goa) সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল নিখিল প্রভুর। তার প্রস্থানের ফলে স্কোয়াডে তৈরি হয়েছে শূন্য স্থান। নিখিলের জায়গায় কাকে সুযোগ দিতে পারে এফসি গোয়া? শোনা যাচ্ছে অ্যাকাডেমির এক তরুণ ফুটবলারের নাম।

হায়দ্রাবাদ এফসির একাডেমি দলের ছাত্র নিখিল প্রভু। প্রভু হিরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২০-২১ মরসুমে প্রথম দলে উঠে এসেছিলেন। দলে উন্নতি হলেও পর্যাপ্ত গেম টাইম অর্জন করতে পারেননি তিনি। এর ফলে ২০২১-২২ মরসুমে ক্লাব থেকে লোনে ওড়িশা এফসিতে যোগ দিয়েছিলেন।

গৌড়দের স্কোয়াডের সঙ্গে যুক্ত থাকার সময় ২২ বছর বয়সী নিখিল প্রভু হিরো সুপার কাপ সহ চারটি ম্যাচ খেলেছিলেন এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (আরএফডিএল) এফসি গোয়ার একাডেমি দলের প্রতিনিধিত্ব করেছিলেন। যদিও নিখিলের সিনিয়র কেরিয়ারে ওড়িশা এফসির অবদান যে রয়েছে সেটা বলাই বাহুল্য।

শোনা যাচ্ছে নিখিলের জায়গায় এফসি গোয়া স্কোয়াডে নিয়ে আসতে পারে Ryan Menezes নামের এক ফুটবলারকে। রায়ানকে কয়েক বছর আগে তৃণমূল স্তর থেকে প্রতিভা বাছাই করতে গিয়ে খুঁজে পেয়েছিল এফসি গোয়া। ২০১৫ সালে রিলায়েন্স ফাউন্ডেশন চ্যাম্পস স্কলারশিপ প্রোগ্রামে উঠে এসেছিল রায়ানের নাম। ক্রমে উন্নতি করেছেন নিজের খেলায়। Menezes কে নিজেদের যুব দলে টেনে নিয়েছিল এফসি গোয়া।