শুভেন্দুকে যে কোনও সময় গ্রেফতার করতে পারে পুলিশ, বললেন কুণাল ঘোষ

আসানসোলের ঘটনায় ফের বিতর্কের সৃষ্টি করলেন টি এম সি মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ আরও এক সম্ভাবনার কথা প্রকাশ্যে আনলেন৷ আসানসোলের কম্বল বিলি অনুষ্ঠানে পদপৃষ্ট…

kunal ghosh

আসানসোলের ঘটনায় ফের বিতর্কের সৃষ্টি করলেন টি এম সি মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ আরও এক সম্ভাবনার কথা প্রকাশ্যে আনলেন৷ আসানসোলের কম্বল বিলি অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে তিনজনে মৃত্যুর ঘটনায় পুলিশ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) যে কোন সময় গ্রেফতার করতে পারে বলে জানালেন শাসকদলের মুখপাত্র৷ 

১৪ ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে কম্বল প্রদান অনুষ্ঠানে বিরাট বিপত্তি৷ হুড়োহুড়িতে মৃত্যু হয় তিন জনের৷ ওই দিন পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান স্থল ছাড়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই ৩ জনের মৃত্যু হয়৷ তাতে বহু মানুষ জখম হয়৷ ঘটনা নিয়ে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, ওই অনুষ্ঠান করার জন্য কোনও লিখিত অনুমোদন চাওয়া হয়নি। মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছিল। প্রচণ্ড ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে।

এদিকে শুভেন্দুকে কব্জা করতে হাতে গরম ইস্যু পেয়ে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তারা দাবি তোলে, পুলিশের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান করার জন্য আয়োজকদের সঙ্গে সমানভাবে দায়ী বিজেপি নেতা শুভেন্দু৷ ফলে তাকেও এই ঘটনায় অভিযুক্ত করে গ্রেফতার করতে হবে৷

তবে, নিজের গ্রেফাতারি এড়াতে হাই কোর্টের শরণ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা গ্রেফতারিতে ‘রক্ষা কবজ’ দিয়ে নির্দেশ দেন, আসানসোলের ঘটনার এফ আই আরে শুভেন্দুকে পুলিশ যুক্ত করতে পারবে না৷

আদালতে এই নির্দেশে বেশ হতাশ হয়ে পড়েন শাসকদলের নেতারা৷ খোদ দলের মুখপাত্র কুণালকে ময়দানে নামানো হয়৷ সেই সুত্রেই সরাসরি নাম করে বিচারপতি মান্থার সমালোচনা করেন কুণাল৷ এবার টুইট করে শুভেন্দুকে গ্রেফতারে যু্ক্তি দিলেন তিনি৷

শুক্রবার বিকেলে কুণাল টুইট করে বলেন, শুভেন্দুকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ। বিচারপতি মান্থা তাকে এফআইআর সংক্রান্ত সুরক্ষা দিয়েছেন। কিন্তু আইন অনুযায়ী, যে কোনো নথিভুক্ত মামলায়, যদি কোনো সহ-অভিযুক্ত তার নাম 161 বা 164-এর অধীনে নেয়, পুলিশ তাকে তলব করতে পারে, এমনকি এফআইআর ছাড়াই তাকে গ্রেপ্তার করতে পারে। উদাহরণ: কুণাল ঘোষ নিজেই৷

স্বাভাবিকভাবেই কুণালের এই টুইটের পর রাজ্য রাজনীতিতে হইচই পড়েছে৷ তারা মনে করছে, বাংলায় শুভেন্দু ঝড় ঠেকাতে তাঁকে গ্রেফতার করার নানা ফাঁক-ফোঁকড় খুঁজে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস