
লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগরে পথযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর হুঁশিয়ারি, ‘তৃণমূল গুন্ডারা ডবল ভোট দিতে পারবে না! দিল্লি’তে ওয়েবে মাধ্যমে দেখা যাবে! আর শুভেন্দু অধিকারী চৌকিদার থাকবে’।
বুধবার সকালে ভাই অর্থাৎ কাঁথি লোকসভা বিজেপি প্রার্থীর সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগরে বালকবাড় থেকে দেউলিহাট পর্যন্ত পদযাত্রা করেন রাজ্যের বিরোদী দলনেতা। শুভেন্দু অধিকারী ছাড়াও পদযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থক থেকে নেতৃত্বরা পা মেলান।
এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে পিসি ও ভাইপো দুর্নীতি বেশিদিন স্থায়ী নয়। রামনগরের সব চোরগুলো আছে। পায়খানার টাকা খায়।’ চারটি দফায় ভোটের পর বিজেপি ক্ষমতায় চলে এসেছে বলেA দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, ‘চার দফায় ৩৮০টি আসনে ভোট হয়েছে। ইতিমধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গিয়েছি। বাকি তিনটি দফায় ৪০০ পার করার লড়াই। এটা দেশের নির্বাচন। ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি আসনের জয়লাভ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করার লোক নেই। তোলামুল মোট ৪৫টি আসনের প্রার্থী দিয়েছে। তৃণমূলের লক্ষ্য হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি করা।’
Suvendu Adhikari: শুভেন্দু গড়ে বিরাট ধাক্কা! তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন ৭ বারের কাউন্সিলর
নির্বাচনে কোনও পক্ষই বিজেপিকে আটকাতে পারবে না বলে দাবি শুভেন্দুর। বলেন, ‘বিজেপিতে কোনও মতে আটকাতে পারবে না। অনেক খেলা বাকি আছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতাকে হারিয়েছি। এবার ভোটের টাইট দেব। যারা ডবল ভোট দিতে বুথে যাবে, দিল্লিতে ওয়েবে সাহায্যে দেখতে পাবে। সেবক শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থেকে চৌকিদারী কাজ করবে। তৃণমূল এই ভোটে গোহারা হারবে। আগামী ৪ ই জুন পর তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না।’










