BJP: দিলীপ ঘোষকে ‘হিঁজড়া’ বলে কটাক্ষ তৃণমূল সাংসদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল৷ অবিলম্বে দিলীপ ঘোষের শাস্তির…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল৷ অবিলম্বে দিলীপ ঘোষের শাস্তির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতৃত্ব৷ এমনকি থানায় দায়ের হয়েছে অভিযোগ।

এরই মধ্যে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের একটি ট্যুইট সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। শনিবার ট্যুইট করে তৃণমূল সাংসদ বলেন, “দিলীপ ঘোষ একটা হিঁজড়া।বাংলার মা-বোনেরা আমাদের সম্মান।এর মর্ম দিলীপ ঘোষ বুঝবে না।বাংলার দিদি-বাংলার মেয়ে আমাদের গর্ব আমাদের আত্মসম্মান”।

উল্লেখ্য, সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, আপনি বলেন, আমি বাংলার মেয়ে। ঠিক আছে, বাংলার মেয়ে। আবার গোয়ায় গিয়ে দাবি করেন আমি গোয়ার মেয়ে। বাপ – মায়ের ঠিক নেই না কি?

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই সরব হয় তৃণমূল। অবিলম্বে দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যপালের দ্বারস্থ হয় তৃণমূল নেতৃত্ব৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে আমরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। তিনি এ রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তাঁর কাছে আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন জানিয়েছি।

যদিও রাজ্য রাজনীতিতে এধরনের কাদা ছোঁড়াছুড়ি নতুন কিছু নয়। এর আগেও রাজনৈতিক নেতারা একাধিকবার একে অপরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছেন৷ কিন্তু এবার তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব আলাদা মাত্রা নিয়েছে।