CBI তল্লাশির মাঝে অভিযোগ, নেতাদের কাছ থেকেই টাকা নিতেন TMC বিধায়ক তাপস

নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে তল্লাশি করছে (CBI) সিবিআই। এরই মধ্যে বিধায়ক সম্পর্কে বিস্ফোরক তথ্য উঠে এল, চাকরি দেওয়ার নাম…

Tehatta MLA Tapas Saha in Controversy over Money Collection

short-samachar

নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে তল্লাশি করছে (CBI) সিবিআই। এরই মধ্যে বিধায়ক সম্পর্কে বিস্ফোরক তথ্য উঠে এল, চাকরি দেওয়ার নাম করে দলীয় নেতাদের কাছ থেকেই টাকা নিয়েছিল তাপস৷

   

অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার নামে ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা নিতেন বিধায়ক। একাধিক দফায় সেই টাকা কখনও তার আপ্ত সহায়ক ও তাপস কখনও নিজে সেই টাকা নিয়েছে৷ আবার কারোর কাছ থেকে টাকা নেওয়ার পর চাকরি দেননি তিনি এমনটাও অভিযোগ উঠেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নদিয়ায় তাপস সাহার বাড়ির লাগোয়া যে কার্যালয় রয়েছে সেখানে চলছে জিজ্ঞাসাবাদ৷ মনে করা হচ্ছে গ্রেফতার করা হতে পারে বিধায়ককে।

জানা যাচ্ছে, বিধায়কের ঘরে একটি ভল্ট পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। সেই ভল্ট ভাঙা হয়েছে। কী আছে ভল্টে? সিবিআই আপাতত নীরব। জানা গিয়েছে সেই ভল্ট ভেঙে তাপস সাহার অফিসে চলছে সিবিআই তল্লাশি। বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

সিবিআই তদন্ত শুরু হতেই তেহট্ট সরগরম। বিধায়কের ঘরে তল্লাশি অভিযান নিয়ে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস নীরব। তেমনই মুখে কুলুপ শাসক দলের রাজ্য নেতাদের।