সিবিআইকে সব সত্যি বলে দেব, TMC বিধায়কের নিশানায় AB

কে এবি? রাজনৈতিক মহলে গুঞ্জন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেই নিশানা করেছেন তেহট্টের TMC বিধায়ক। দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্তে CBI নজরে বিধায়ক।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি বলছেন, সিবিআইকে সব সত্যিটা বলে দেব। কারোর কাছ থেকে পাঁচ পয়সা নিইনি।

   

তাপস সাহার আপ্ত সহায়ক জানিয়েছেন, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য একাধিকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বিধায়ক। আর বিধায়ক জানিয়েছেন, সিবিআই তদন্ত করেও কিছু পাবে না। তাপস সাহা কারোর কাছ থেকে টাকা নেয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে পলাশিপাড়া থেকে বিধায়ক হয়েছিলেন তাপস। পরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই তেহট্ট থেকে তাঁকে প্রার্থী করে টিএমসি। তাপস সাহা জানিয়েছেন, মানিক বহু টাকা দিয়ে ম্যানেজ করেছে। আমি সেটা পারিনি। এরপরেই দলের বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, এ পার্টিতে কে কার কথা শোনে! দিদি ব্যতিক্রম। তাঁকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এবি আমার সঙ্গে কোনওদিন কথা বলেননি। তাঁর অফিসে গেলে চাকর দিয়ে তাড়িয়ে দেয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন