TMC: দলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী, মমতার অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

শাসক দলের বিরুদ্ধে একাধিক কুকীর্তির অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলি। এবার শাসক দলের বিরুদ্ধেই সুর সপ্তমে চড়ালেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক অসিত মজুমদার। তাঁর বক্তব্য, তৃণমূলে…

শাসক দলের বিরুদ্ধে একাধিক কুকীর্তির অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলি। এবার শাসক দলের বিরুদ্ধেই সুর সপ্তমে চড়ালেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক অসিত মজুমদার। তাঁর বক্তব্য, তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব? চোরকে ছেড়ে দেব? বিধায়ককে মন্তব্যে শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়তে শুরু করেছে।

কেন একথা বললেন তৃণমূল বিধায়ক? চুঁচুড়ার ছয় নম্বর ওয়ার্ডে তৃণমূলের অন্দরে ব্যাপক গোষ্ঠী কোন্দল দেখা দেয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। এতে আহত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ প্রেমজিৎ সাহা।
জানা গিয়েছে স্থানীয় তৃণমূল কর্মী ঝন্টু বিশ্বাসের সঙ্গে বিবাদ শুরু হয় প্রেমজিতের। বিধবা ভাতা পাইয়ে দেওয়ার নাম করে অনৈতিক কাজ চলছে বলে ঝন্টুর বিরুদ্ধে অভিযোগ তোলে প্রেমজিত। সেখান থেকেই বিবাদের শুরু। পাশাপাশি প্রেমজিতের বক্তব্য দিদি কেউ নয়, দাদাই সব। তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস অভিযোগ তুলে বলেছেন, এই সমস্ত অশান্তি ও বিবাদ হচ্ছে বহিরাগত তৃণমূলের কারণে। সেই ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করে বসেন বিধায়ক।

নাম না করে ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে অসিত মজুমদারের বক্তব্য, প্রেমজিৎ সাহাকে মারধর করে কিছু দুর্বৃত্ত। সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। বালির মোড়ের মতো জায়গায় উচ্ছৃঙ্খলতা চলবে, মারধর করা হবে এটা হতে পারে না।