TMC: জমি মালিক-পুলিশকে হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক

পুকুর ভরাট রুখতে গিয়ে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumder)মেজাজ হারালেন। এটাই প্রথমবার নয় এর আগেও এরকম ঘটনা দেখা গেছিল…

Tmc MlaAsit mazumder threaten to police

short-samachar

পুকুর ভরাট রুখতে গিয়ে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumder)মেজাজ হারালেন। এটাই প্রথমবার নয় এর আগেও এরকম ঘটনা দেখা গেছিল তৃণমূল বিধায়কের। মেরে হাড়-গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন জমির মালিককে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

   

কার্যত গুন্ডারাজ হুমকি দিচ্ছেন বিধায়ক। তার রাগ দেখে স্তম্ভিত এলাকাবাসী থেকে জমির মালিক। বিধায়কের তেজ দেখলো এলাকাবাসী। পারমিশন চেয়ে ওসিকে ঢাকার হুমকিও দেন তিনি। তাদেরকে অ্যারেস্ট করার হুমকি দিয়েছেন বিধায়ক।

জমির মালিক জানিয়েছেন, “সেখানে মাটি ছিল। পুকুরপাড় আরো মজবুত করতেই আরও মাটি ফেলা হচ্ছিল। পরে বাড়ি তৈরীর পরিকল্পনা রয়েছে।”

বিধায়ক অসিত মজুমদার বলছেন, “তিনি খবর পান মাটি ফেলে ভরাট করা হচ্ছে এলাকার একটি পুকুর।‌ খবর‌ দেন ডিএমকে।‌ যারা ভরাট করছে তাদের কাছে কোন লিগ্যাল কাগজপত্র নেই। নেই পারমিশন। যারা কাজ করছিল তারা বলে মালিকের কাছে কাগজ আছে মালিক এসেছে মালিকের কাছেও কোন লিগ্যাল কাগজ নেই। ব্যান্ডেল থানার ওসি জমির মালিক সহ চারজনকে থানায় নিয়ে গেছে।”

বিজেপির জেলা সংগঠনিক সম্পাদক বলছেন, “এর আগেও বহু পুকুর ভরাট হয়েছে চুঁচুড়ায়। তিনি পুকুর ভরাট রেখেছেন সেটি ভালো কথা কিন্তু তিনি এর আগেও অনেক পুকুর ভরা উঠেছেন কিন্তু পরে সেগুলি আবার ভরাট করা হয়ে গেছে এই ছবি দেখেছে চুঁচুড়া বাসি। প্রথমে কাঠ মানি না পৌঁছানোর কারণেই তিনি পুকুর ভরে উঠতে চান এবং পরে ও টাকা পৌঁছে গেলেই তিনি পুকুর ভরা রুখতে কোন তৎপরতা দেখান না।”