TMC: পুরভোটেই খুনের ভয় পাচ্ছেন পুলিশকে ‘হুমকি’ দেওয়া মল্লিকা চোংদার

দলনেত্রীর নির্দেশে আর প্রার্থী নাম বদলানো হবে না জানিয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই দাপুটে নেত্রীর ফেসবুক পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য পূর্ব…

mallika-chongdar

দলনেত্রীর নির্দেশে আর প্রার্থী নাম বদলানো হবে না জানিয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই দাপুটে নেত্রীর ফেসবুক পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলায়। বিতর্কিত নেত্রী বলে পরিচিত মল্লিকা চোংদার আশঙ্কা করছেন তাঁর ‘প্রাণটা চলে যাবে’। তিনি সেই নেত্রী যাঁর বিরুদ্ধে পুলিশকে হমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতল থেকে ঝাঁপ কিশোরের

   

পূর্ব বর্ধমানের গুসকরার টিএমসির দাপুটে নেত্রী মল্লিকা চোংদারকে ঘিরে পরপর নাটকীয় ঘটনা চলছে।পুরভোটে টিএমসির প্রার্থী তালিকা বের হওয়া থেকে এমন শুরু। অ-অনুমোদিত বলে চিহ্নিত তালিকায় মল্লিকা চোংদারের নাম ছিল। তিনি তখন দল ও দলনেত্রী সহ দলের তরফে গুসকরায় দায়িত্বপ্রান্ত অনুব্রত মণ্ডলকে ধন্যবাদ জানান।সেই নাম বাতিল হতেই ক্ষোভে ফেটে পড়েন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

প্রার্থী হতে না পেরে মল্লিকা চোংদারের বিদ্রোহী ইমেজ দেখা গিয়েছিল। সোমবার তিনি লিখেছেন, ভালোবেসে তৃণমূল কংগ্রেসের পার্টি করতে এসেছিলাম। ‘এবার মনে হচ্ছে প্রাণটা চলে যাবে’।

আরও পড়ুন: সাইকেলে চেপে রাম রাজ্যে ক্ষমতা বিস্তার করতে চায় মমতা

তিনি জানান, “আমি চারবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয়েছি। এবারে আমি তো প্রার্থী হতে চাইনি। তাহলে আমার নাম কে রাজ্য নেতৃত্বকে পাঠাল আর কে আমার নাম বাদ দিল সেটা আমি জানতে চাই। কেন আমাকে এইভাবে অপমান করা হল। এর পিছনে অনুব্রত মণ্ডলের হাত আছে বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে ফোনে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।”

টিএমসির তালিকা নিয়ে সমর্থকদের রাজ্য জুড়ে ক্ষোভ তুঙ্গে। পূর্ব বর্ধমান জেলায় একই পরিস্থিতি।