সাইকেলে চেপে রাম রাজ্যে ক্ষমতা বিস্তার করতে চায় মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে উত্তরপ্রদেশে উত্তেজনার পারদ চলছে। এরই মধ্যে সোমবার সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যোগীরাজ্যে পৌঁছে গিয়েছেন…

বিধানসভা নির্বাচন ঘিরে উত্তরপ্রদেশে উত্তেজনার পারদ চলছে। এরই মধ্যে সোমবার সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যোগীরাজ্যে পৌঁছে গিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচন ঘিরে উত্তরপ্রদেশে উত্তেজনার পারদ চলছে। এরই মধ্যে সোমবার সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যোগীরাজ্যে পৌঁছে গিয়েছেন তিনি।

সোমবার বিকেলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে লখনউ বিমানবন্দরে আসেন খোদ সপা প্রধান। সেখানে দাঁড়িয়েই মমতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অখিলেশ। মঙ্গলবার অখিলেশ যাদবের সঙ্গেই একটি যৌথ বৈঠক ও যৌথ সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল বারাণসীতে একটি ভার্চুয়াল সভা করার কথাও রয়েছে।

গত বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি। বিজেপিকে পরাস্ত করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান অখিলেশ যাদব। বিজেপি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে হাত মিলিয়েছে তৃণমূল এবং সমাজবাদী পার্টি। মুখ্যমন্ত্রী লখনউয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেও একথা জানিয়েছিলেন। অখিলেশ যাদব নিজে মমতাকে মোদী বিরোধী মুখ হিসেবে সম্বোধন করেছিলেন। তৃণমূলের লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে বিধানসভা নির্বাচনের জন্য সপার দিকে হাত বাড়িয়ে দিয়েছে মমতার দল। এরপর ভোটের ফলাফল কি হবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট রয়েছে। ১০ মার্চ বিধানসভার ফলাফল প্রকাশিত হবে