ব্যাপারীর বলাগড়ে এগিয়ে বিজেপি

দলের জন্য তিনি খেটেছেন। দলীয় প্রার্থীর জন্য প্রচার করেছেন। বিধায়ক হয়েও প্রচার সভায় অবজ্ঞা সহ্য করেছেন বলে অভিযোগ। তাই একা একাই প্রচার করেছেন। তারপরেও তাঁর…

TMC lost from Balagarh seat of MLA Manoranjan Bepari, মনোরঞ্জন ব্যাপারীর বলাগড়ে এগিয়ে বিজেপি

দলের জন্য তিনি খেটেছেন। দলীয় প্রার্থীর জন্য প্রচার করেছেন। বিধায়ক হয়েও প্রচার সভায় অবজ্ঞা সহ্য করেছেন বলে অভিযোগ। তাই একা একাই প্রচার করেছেন। তারপরেও তাঁর কেন্দ্রে এগিয়ে বিরোধী বিজেপি।

তিনি মনোরঞ্জন ব্যাপারী। হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। তাঁকে নিয়ে দলে নানা কোন্দল। এ নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে কোন্দল চরমে উঠেছিল। সে সব সামাল দিয়ে লোকসভা ভোটের লড়াই শুরু হয়।

   

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল। তিনি জিতেছেন। কিন্তু বলাগড় বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। একুশের ভোটে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে উলটপূরাণ। নৌকা শিল্পের জন্য বিখ্যাত বলাগড়ে বিজেপির দাপট।

মালদহে গোহারা তৃণমূল, দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ফের ফোঁস মৌসম নুরের

বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মতে, ‘বিষয়টি অপ্রত্যাশিত নয়।’ তাঁর আরও দাবি, ‘বিষয়টি আঁচ করে আমায় লোকসভা ভোটে থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ বলাগড়ে দলের বিপর্যয়ের জন্য স্থানীয় নেতৃত্বকেই দায়ি করেছেন তৃণমূল বিধায়ক, তাঁর মতে, ‘এই দুষ্ট চতুষ্টয় বলাগড়কে জোকের মত চুষে ছিবড়ে করে দিয়েছে। এরাই তৃনমূল দলটাকে শেষ করে দেবে, সেই ষড়যন্ত্র করছে। দিদি মমতা ব্যানার্জী দুঃস্থ মানুষের জন্য ৬৩টি জনহিতকর প্রকল্প করেছেন। তা স্বত্বেও সেই মানুষ মাত্র এদের জন্যই আজ তৃনমূলের বিরুদ্ধে চলে গিয়েছে।’

দুর্মুশ রেখা, চাঙ্গা শাহজাহান! ‘ভাই’কে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান, কী বললেন সন্দেশখালির ‘ত্রাস’?

একই সঙ্গে মনোরঞ্জন ব্যাপারী আরও বলেছেন, ‘এরা আমাকে সহ্য করতে পারে না। আমি যা কাজ করি তা নিয়ে বার বার পত্র পত্রিকায় সংবাদ হয়েছে । তা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না।মোদ্দা কথা এটাই আমি কোনও অন্যায় সহ্য করিনা। যে কারনে বলাগড়ে আমার নামই হয়ে গেছে এম এল এ ফাটাকেষ্ট!’